সাকিবের সঙ্গে জুটিবদ্ধ হলেন শান্তা
মডেল উপস্থাপক শান্তা জাহান। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। এবার জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তিনি। তবে কোনো নাটকে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে এই জুটিকে।
গতকাল মঙ্গলবার নগরীর তেজগাঁওস্থ এলাকার কোক ফ্যাক্টরিতে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হয়েছে। এবারই প্রথম সাকিব-শান্তাকে একসঙ্গে দেখা যাবে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন জিবরান তানভীর।
এ প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘সাকিব আল হাসান দেশের গৌরব। তার খেলা আমার খুব ভালো লাগে। আর সেই জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকদেরও ভালো লাগবে।’
২০১২ সালে চ্যানেল নাইনে প্রচারিত ‘সোনার বাংলা’ অনুষ্ঠানে কাজ করার মাধ্যমে উপস্থাপনা শুরু করেন শান্তা। তারপর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। ২০১৪ সালের শেষের দিকে হাসান মোর্শেদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এটিই শান্তার বিজ্ঞাপনে প্রথম কাজ। তারপর প্রায় ২০টির মতো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন