সাকিবের সেই ‘টার্নিং’ ওভারটি
এই ম্যাচে জয় সম্ভব না ভেবে অনেক দর্শকই মাঠ ছেড়েছেন। কিন্তু তখনও হাল ছাড়েননি টাইগাররা।তখন ২৪ বলে আফগানদের দরকার মাত্র ২৮ রান। হাতে ৫ উইকেট। মানে ম্যাচ আফগানদের অনুকূলে।
এই অবস্থায় বল করতে এসে কাজের কাজটি করে দেন সাকিব। আগের ৯ ওভার দেন ২৫ রান, পান ১ উইকেট। মানে যথেষ্ঠ কিপটে বোলিং। তবে নিজের শেষ ওভারে আরো কৃপণ সাকিব। এ ওভারে মাত্র ১ রান দিয়ে নেন ১ উইকেট। ম্যাচের মোড় দেন কিছুটা ঘুরিয়ে।
এ ওভারের পরেই আফগানদের টার্গেটি একটু কঠিন হয়ে যায়। ফলে চাপে পড়ে যায় তারা।
সাকিবের এ ওভারের পর তাদের দরকার হয় ২৭ রান ১৮ বলে। এ সমীকরণটা পরবর্তীতে আরো কঠিন করেন দেন তাসকিন, পরের ওভারে দুই উইকেট নিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন