সাকিব আর সাব্বিরকে নিয়ে মাশরাফির আক্ষেপ
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। শুধুমাত্র ব্যাটিং-বোলিং-এ ব্যর্থ নয় টাইগাররা। ফিল্ডিংও হয়েছে বাজে। তাই প্রথম হারের জন্য ফিল্ডিং-কেই দুষছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, ‘আমাদের ফিল্ডিং ছিলো অলস। এই সুযোগে নিউজিল্যান্ড ৪০ রান বেশি করেছে।’
পুরো ম্যাচে গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। মোসাদ্দেক হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ক্যাচ ফেলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তবে মুশির ক্যাচটি অনেক বেশি কঠিন ছিলো। তারপরও মুশফিকুর যদি ক্যাচটি ধরতে পারতেন, তবে ১১৫ রানেই থেমে যেতে পারতেন ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান নিউজিল্যান্ডের টম লাথাম। তাই এমনসব ক্যাচ মিসের সুযোগে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ৩৪১ রানের বিশাল স্কোর পায় নিউজিল্যান্ড। এরপর ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৬৪ রানে গুটিয়ে ম্যাচ হারে বাংলাদেশ।
তাই ম্যাচ হারের পর বাজে ফিল্ডিং-কেই দুষলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘আমাদের ফিল্ডিং ছিলো অলস। এটি খুবই হতাশার। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা অনেক বেশি দুই ও তিন রান নিয়েছে। যেগুলো আটকানো সম্ভব ছিলো। আমরা চেয়েছিলাম ২৮০ থেকে ৩০০ রানের মধ্যে তাদের আটকে রাখতে। কিন্তু পারিনি। তারা ৪০ রান বেশি করেছে। এরপর শুরুতেই উইকেট হারিয়ে, ম্যাচ থেকে ছিটকে গিয়ে আমাদের হারতে হয়।’
এ ছাড়া বোলিংও হারের কারণ বলে জানালেন মাশরাফি, ‘আমরা অনেক বেশি শর্ট বল করেছি। এখানে শর্ট বল করতেই হবে। তবে শর্ট বলগুলো ভালোভাবে করতে হবে। যাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা খেলতে না পারে। যেমনটা করেছে নিউজিল্যান্ডের বোলাররা। লাথাম ও মুনরো ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলারদের ভালোভাবে সামাল দিয়েছেন তারা।’
এ ছাড়া সাকিব ও সাব্বির উইকেটে সেট হয়েও যেভাবে আউট হয়েছেন, তাতেও আক্ষেপ ঝড়েছে মাশরাফির কন্ঠে। ৫৪ বলে ৫৯ রান করে ফিরেন সাকিব। আর ১১ বলে ১৬ রান আউট হন সাব্বির। তাদের বিদায়ের পর মুশফিকুর রহিমও ৪২ রানে আহত অবসর নিলে ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন