সাকিব আল হাসানকে এক তরুণীর খোলা চিঠি….

তুমি থাকলে আজ হয়তো ২য় ওয়ানডেতে আরো একটি চমক দেখতে পেতাম। আরো একটি বেটিং ইনিংস অথবা আরো একটি ৫ উইকেটের প্রলয়ংকরী ঝড় কিংবা একসাথে দৃটোই দেখতে পেতাম। তোমার হাস্যোজ্জল চেহারাখানি গোটা মাঠটাকে, গোটা বাংলাকে, এমনকি পুরো বিশ্বকেই হাসিয়ে তুলতো নিমিষেই।
গতকাল জিম্বাবুয়ের সিকান্দার রাজা বলেছিল ”সাকিবের দক্ষ বোলিং বুঝা আমাদের জন্য কষ্ট সাধ্য হয়েছিল”। তোমাকে সিকান্দার ভয় পেয়েই একথা বলেছিল। তোমার চলে যাওয়ার কথা শুনে সে একটু নড়ে চড়ে বসল হয়তো। কিন্তু তাতে কি লাভ বল ! বাংলার টাইগাররা এখন দুর্দান্ত ফর্মে সবাই। জয় আমাদেরই হবেই হবে ।কিন্ত তোমাকে মিস করব ভীষন!
তুমি যখন বেটিং বা বোলিং কর পৃথিবীর কেউ আমাকে সীট থেকে নড়াতে পারে না।আমি অনড় বসে থাকি তোমার বোলিং আর ব্যাটিং নৈপূণ্য দেখার জন্য। আজ তোমাকে দেখতে পাবো না বলে মনটা বেশ খারাপ। আশা করি খেলা শুরু হলে অন্য টাইগারদেন দেখে কিছুটা ভালো লাগবে।
কিন্ত আমরা জানি, তোমার প্রিয় মানুষটি পৃথিবীর আলো দেখবে আর ক’টা দিন পরেই। সেটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তোমাকে এই মুহুর্তে সেখানে একটু বেশী সময় দেয়া দরকার। তাই তুমি চলে গেছ। তুমি ভালো থেকো। তোমার পরিবারের সাথে।আমাদের টাইগারদের জন্য দোয়া করো।
ইসরাত জাহান-এর ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন