সাকিব এভাবে তাঁকেও স্যালুট দেন!
স্টোকসকে দুর্দান্ত এক বলে বোল্ড করলেন সাকিব। একেবারে সামরিক কায়দায় স্যালুট দিয়ে উদযাপন করলেন সাকিব। তবে জানেন কি সাকিব কিন্তু এমন স্যালুট প্রায়ই একজনকে দেন?
বিশ্বসেরা অলরাউন্ডার বাসায় স্যালুট করেন একজনকে। তাঁর নাম উম্মে আল হাসান। বাংলাদেশের সবাই তাঁকে শিশির নামে চেনেন। তিনি সাকিবের স্ত্রী।
বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন শিশির। পোস্ট করেছেন স্টোকসকে বোল্ড করার পর সাকিবের স্যালুট দেওয়া ছবিটি। আর লিখেছেন, ‘হ্যাঁ, এভাবেই ও বাসায় আমাকে স্যালুট করে।’
অফস্ট্যাম্পের একটু বাইর পড়ে বলটা ভেতরে ঢোকে। একেবারে স্ট্যাম্পে আঘাত। স্টোকস অবাক হয়ে রইলেন। সাকিবের বলটা শুধু তাঁর নয়, ইংল্যান্ডেরই সর্বনাশ করে দিল। একে একে ইংল্যান্ডের সব ব্যাটসম্যান যখন বিদায় নিচ্ছিল তখন স্টোকস দাঁড়িয়ে যান। আর ২৫ রানে তাঁকে বোল্ড করে স্বস্তি এনে দেন সাকিব।
ওয়ান ডে সিরিজে তামিমের সঙ্গে হাত না মিলিয়ে তর্কের জন্ম দেন স্টোকস। এরপর প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান আবদুল মজিদ হাত বাড়িয়ে দিলেও হাত মেলাননি স্টোকস। বিষয়গুলো বাংলাদেশের সমর্থকরা সহজভাবে মেনে নেয়নি।
সফরের শেষ দিকে স্টোকসে বোল্ড করে সাকিবের এমন উদযাপন সমর্থকদের অন্যরকম আনন্দে ভাসিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন