সাকিব-ক্যালিসদের পাশে অশ্বিন

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই ধরাশায়ী করেছে বিরাট কোহলির নেতৃত্বে ভারত দল। ইনিংস এবং ৯২ রানের ব্যবধানের জয়ে সবথেকে বড় অবদান রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয়বারের মত সেঞ্চুরির পাশাপাশি টেস্টে পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ড স্পর্শ করেছেন অশ্বিন।
দুবার একই টেস্টে সেঞ্চুরি এবং ইনিংসে ৫ উইকেট নেওয়া ষষ্ট ক্রিকেটার হলেন অশ্বিন। তার আগে স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস, মুশতাক মোহাম্মদ, সাকিব আল হাসান এই রেকর্ড করেছিলেন।
তবে ইয়ান বোথাম অন্য সবার থেকে অনেক বেশি এগিয়ে। তিনি এমন কীর্তি গড়েছেন পাঁচবার। যেখানে অন্যান্যরা দুবার করে মাত্র। অশ্বিন তার এমন পারফরম্যান্স প্রথমবার দেখিয়েছিলেন ২০১১ সালে ঘরের মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। এবারও সেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবার স্থান হল অ্যান্টিগা।
টেস্টের প্রথম ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলেন অশ্বিন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৭ উইকেট। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরষ্কারও জোটে তার কপালে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন