‘সাকিব-তামিমের বিকল্প নেই’

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। নিজ যোগ্যতায় সারাবিশ্বের ঘরোয়া ক্রিকেটে সাকিব এখন উজ্জল নাম।
অন্যদিকে বিদেশী ঘরোয়া টুর্নামেন্টে ততটা না খেললেও দীর্ঘদিন ধরে নিজ যোগ্যতায় তিন ফরম্যাটের ওপেনিংয়ের একপ্রান্ত আগলে রেখেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দুজনের বন্ধুত্বটাও গাঢ়। সাকিব-তামিমদের নিয়েই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পেয়েছে অনেক সাফল্য। তবে বিকল্প তৈরি হয়েছে কি?
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তাজার কথায় মোটেও আশার কথা শোনা গেল না। দল অনেক সাফল্য পেয়েছে বটে, অনেক তরুণ স্টার উঠে আসছে; কিন্তু সাকিব-তামিমের উত্তরসূরী হিসেবে তেমন কাউকে দেখছেন না ম্যাশ। সংবাদ সম্মেলনে এই আক্ষেপই ঝড়ে পড়ল মাশরাফির কণ্ঠে।
ম্যাশ বললেন, “প্রায়ই শুনি আমাদের অনেক বদলি খেলোয়াড় আছে। কিন্তু আমি তেমন বদলি খেলোয়াড় দেখি না। যদি সাকিবের বদলি কাউকে খেলাতে চান, দেখবেন নেই। তামিমের বদলি পাওয়াও কঠিন। এটা দল ও খেলোয়াড়ের জন্যও কঠিন। ”
কিন্তু বড় দল হিসেবে আত্মপ্রকাশ করতে হলে যে বদলি খেলোয়াড়ও লাগবে। মাশরাফির মতে ওই পর্যায়ে যেতে আরও একটু সময় লাগবে। ধীরে ধীরে আমাদের বদলি খেলোয়াড় তৈরি হচ্ছে। দেশের মাটিতে গত দুই বছরে বেশির ভাগ সিরিজই জেতা মাশরাফিদের সামনে এবার বিদেশের মাটিতে কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ অধিনায়ক বললেন, “দেড়-দুই বছর আগে আমরা লক্ষ্য ঠিক করেছিলাম, দেশে অন্তত ৮০ শতাংশ ম্যাচ জিতব। আমরা তাতে সফল হয়েছি। এখন ভিন্ন চ্যালেঞ্জ, দেশের বাইরে খেলা। নিউজিল্যান্ডের আবহাওয়া একটু অন্য রকম। তবে আত্মবিশ্বাসের সঙ্গে যেভাবে দেশের মাটিতে খেলেছি, ভালো খেলার স্মৃতিগুলো যদি মনে করে ওখানেও খেলতে পারি আশা করি ভালো কিছু হবে। ”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন