সাকিব-মিরাজে ধূলিসাৎ ইংল্যান্ডের বালির বাঁধ
ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ছিল ২৭৩ রান। কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে জমা হয়ে গিয়েছিল ১০০ রান। অধিনায়ক অ্যালিস্টার কুক ও বেন ডাকেটের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাবে সফরকারীরা। আবারও হতাশায় ডুবতে হবে বাংলাদেশকে। কিন্তু সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ যে কেবল প্রস্তুত হচ্ছিলেন তাঁদের ঘূর্ণিজাদু দেখানোর জন্য, তা কারো কল্পনাতেও আসেনি।
ইংল্যান্ডের মতো অভিজ্ঞ একটা দল যে এমন ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হতে পারে, সেটা কল্পনা করাও কঠিন। অকল্পনীয় সেই কাণ্ডটাই ঘটে গেল সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে। তৃতীয় সেশনে ইংল্যান্ড ব্যাটিং করতে পারল মাত্র ২৩ ওভার। স্কোরবোর্ডে মাত্র ৬৪ রান জমা করতেই হারাল ১০টি উইকেট। সাকিব-মিরাজের ঘূর্ণিতে বালির বাঁধের মতোই ধূলিসাৎ হয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
চা-বিরতির পর প্রথম ওভারেই ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙেছিলেন মিরাজ। ৫৬ রান করে ফিরেছিলেন বেন ডাকেট। পরের ওভারে জো রুটকে আউট করেছিলেন সাকিব। কয়েক ওভার পর আবার ইংল্যান্ডকে জোড়া ধাক্বা দেন মিরাজ। এক ওভারেই তুলে নেন গ্যারি ব্যালান্স ও মইন আলীর উইকেট। ৫৯ রান করে ক্যাপটেন কুকও হয়েছেন মিরাজের শিকার।
২৫ রান করে বাংলাদেশের জয়ের পথে শেষ বাধা হয়ে ছিলেন দারুণ ফর্মে থাকা বেন স্টোকস। দুর্দান্ত এক ডেলিভারিতে স্টোকসকে বোল্ড করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন সাকিব। সেই ওভারে আদিল রশিদ ও জাফর আনসারিকেও সাজঘরে ফিরিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। দুই ওভার পরে স্টিফেন ফিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন মিরাজ। ১৬৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস। বাংলাদেশ পেয়েছে ১০৮ রানের ইতিহাসগড়া জয়।
প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও মিরাজ নিয়েছেন ছয় উইকেট। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের শুরুটাও দারুণভাবে করেছেন ডানহাতি এই অফস্পিনার। দ্বিতীয় ইনিংসে সাকিব নিয়েছেন চারটি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন