সাকিব-মুশফিকে মাশরাফির আস্থা
এশিয়া কাপে আলো ছড়াতে পারেননি বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। টি২০ বিশ্বকাপে এই দুই খেলোয়াড়কে নিয়ে ভারত গেছে বাংলাদেশ। বুধবার ধর্মশালায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। তবে তার আগে এদুজনকে নিয়ে চিন্তিত নয় দল। টি২০ বিশ্বকাপে সাকিব ও মুশফিক রান খরা কাটিয়ে দুর্দান্তরূপে ফিরবেন বলে দারুণ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার এশিয়া কাপের ফাইনাল খেলে পরেরদিনই ভারতের ধর্মশালায় গিয়ে পা রাখেন সাকিব-মাশরাফিরা। সোমবার ভ্রমণজনিত কারণে আর ব্যাট-বলের অনুশীলনে নামা হয়নি টাইগারদের। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ধর্মশালায় ঘাম ঝড়িয়েছে মুশফিক-মাহমুদুল্লাহরা। দলের অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ব্যাটে ভীষণ অনুজ্জ্বল ছিলেন সাকিব-মুশফিক। তাই টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের আগে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের পারফর্ম নিয়ে দুশ্চিন্তায় টাইগার ভক্ত-সমর্থকরা। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘তাদের (সাকিব-মুশফিক) পারফরম্যান্স নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ওরাও জানে বাংলাদেশ দলে ওদের ভূমিকা কী। ক্রিকেট খেলাটাই এমন, আর টি২০তে তো আরও বেশি। শুধু কল্পনা করেন, এই অবস্থায় ওরা যদি ওদের সেরা ফর্মে থাকে আমাদের দলতো তখন আনপ্লেয়েবল হয়ে যাবে। আমি জানি ওরা (সাকিব-মুশফিক) সঠিক সময়ে জ্বলে উঠবে। তাই আমি এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নই।’
সাকিব-মুশফিকরা এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছাড়াতে না পারলেও শেষের দিকে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের চেহারাটাই পাল্টে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেদিন এশিয়া কাপের ফাইনালেও মাত্র ১৩ বলে দুই চার আর দুই ছক্কায় ৩৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাই রিয়াদকে উপরে ব্যাটিং করার কথাও ভাবছেন কেউ-কেউ।
টি২০ বিশ্বকাপে মাহমুদুল্লাহর উপরে ব্যাটিং করা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘কেউ যখন লোয়ার অর্ডারেও ব্যাট হাতে দারুণ খেলে, তখন এই কথা উঠাটা খুবই স্বাভাবিক। যেটা আমি অনেক দিন ধরে দেখে আসছি যে। সবাই বলে, ওকে কেন ওপরে খেলাও না। আবার দেখেন মুশফিক-সাকিব ওরা কিন্তু বাংলাদেশ দলকে যথেষ্ট সার্ভিস দিয়ে এসেছে। আমরা একজনকে পেতে গিয়ে দুইজনকে হারাতে চাই না। আমরা রিয়াদকে নিয়ে যে পরিকল্পনা করেছিলাম, তা প্রায় সফল। টি২০ ফরম্যাটের এশিয়া কাপ আমাদের ভালো গেছে। তাই এই সময়ে মাথা আমাদের আরও বেশি ঠাণ্ডা রাখা উচিত। অবশ্যই আমরা চেষ্টা করবো রিয়াদকে যতটা সম্ভব উপরে ব্যাটিং করানোর।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন