‘সাকিব যা বলেছে, ঠিকই বলেছে’
আমি আমার খেলার ধরন বদলাবো না। বদলালে আমি আর সাকিব আল হাসান থাকবো না। ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে এমন একটি মন্তব্য করেছেন বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি কি ঠিক কথাটাই বলেছেন? বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সাকিবকে ঠিকই মনে করেন।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮২ রান করে হঠাৎই আউট হয়ে যান সাকিব। বাজে একটা শট খেলে নিজের উইকেট বিলিয়ে আসেন তিনি। তার আউটের ধরন নিয়ে সমালোচনায় মুখর হয় মিডিয়া।
পরে সংবাদ সম্মেলনে ওই শটের বিষয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘আমি এভাবেই খেলে রান পেয়েছি। আমি এভাবেই খেলি। এখান আমি যদি নিজেকে বদলাতে যাই, আমি আর সাকিব থাকবো না।’
অথচ ম্যাচের ওই মুহূর্তে সাকিবের টিকে থাকাটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ভারতীয় বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করছিলেন তিনি। মনে করা হয়, সাকিব যদি ধৈর্য্য ধরে খেলে যেতেন, তবে বাংলাদেশের রান প্রথম ইনিংসে আরো বেশি হতো।
সাকিবের ওই মন্তব্যের বিষয়ে আজ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিব যা বলেছে, ঠিকই বলেছে। কারণ তার খেলার একটা নিজস্ব ধরন আছে। সে যতোদিন ধরে ক্রিকেট খেলছে, তাকে নতুন করে বোঝানোর কিছু নেই। সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।’
সাকিবের সঙ্গে একমত হলেও সুজন মনে করেন, ম্যাচের পরিস্থিতি অনুসারে ব্যাটসম্যানকে একটু বদলেও যেতে হয়। তিনি বলেন, ‘গ্রেট ক্রিকেটারদের দিকে তাকালে দেখবেন, তারা কিন্তু ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যাটিং করে। তবে সেটা নিজস্ব ধরন ধরে রেখেই। আমার মনে হয়, ব্যাটিংয়ের সময় ম্যাচের পরিস্থিতির দিকে সচেতন নজর রাখারও দরকার আছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন