সাকিব-শিশির কেনো ‘আয়নাবাজি’র টিকিট পাননি?

৪ অক্টোবর মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে ‘আয়নাবাজি’ ছবি দেখতে গিয়েছিলেন সাকিব-শিশির দম্পতি। কিন্তু, পুরো হাউজফুল বলে ফিরে এসেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির। পরে ছবির প্রযোজক টিমের সঙ্গেও কথা বলেন এ দম্পতি।
আয়নাবাজি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টম ক্রিয়েশনের কর্মকর্তা রাশিদুল মজিদ মামুন বলেন, ‘বিষয়টিকে আমরা বাংলা চলচ্চিত্রে আরো একটি ইতিবাচক ইঙ্গিত বলেই দেখছি।’
এ প্রসঙ্গে আয়নাবাজি’র নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘আমি শুনেছি। সাকিব এর আগে আমার বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। আর অনেকের মতো আমি নিজেও তার ভক্ত। কিন্তু, তারা নিজেরা টিকেট কিনতে গিয়ে ফেরত আসার ঘটনায় কিছুটা খারাপ লেগেছে যে তাদের দেখাতে পারিনি। হয়তো পরের শো’তে দেখবেন তারা। তবে এ হাউজফুল পরিবেশ, নিজের ছবির দর্শক উন্মাদনা- এটা বাংলা চলচ্চিত্রের জন্য এক অনন্য ঘটনা। বিষয়টি ভেবে ভালো লাগছে।’
রাশিদুল মজিদ মামুন আরো বলেন, ‘এদেশের হাই প্রোফাইল সেলিব্রিটি দম্পতিদের অন্যতম সাকিব -শিশির। তারা টিকেট না পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলেও আমরা অন্য দুটি সিনেপ্লেক্সে টিকেটের ব্যবস্থা করেও ব্যর্থ হই। এতে সাকিব আল হাসান নিজেও অবাক হয়ে আমাদের জানান, আমরা টিকেট না পেলেও দুঃখ নেই। বাংলা চলচ্চিত্র নিয়ে দর্শকদের অসাধারণ কৌতুহলে মুগ্ধ হয়েছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন