সাক্ষাৎকার শেষ, ১৫০ প্রার্থী চূড়ান্ত
দেশের ২৩৬টি পৌরসভায় নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। এবারই প্রথম মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।
এ লক্ষ্যে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সাক্ষাৎকার শেষে প্রায় ১৫০টি পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, রোববার বেলা ১১টা থেকে রাজধানীর বনানী কার্যালয়ে শুরু হয় এই সাক্ষাৎকার পর্ব। তা বিকেল ৫টা পর্যন্ত চলে।
দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী, ময়মনসিংহ, জামালপুর, লালমনিরহাট, শেরপুরসহ বিভিন্ন এলাকায় দলের প্রার্থী চূড়ান্ত করা হয়। কাল সোমবার বাকি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।
সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনয়ন সাক্ষাৎকার পর্ব রোববার শেষ হয়েছে। বাকি প্রার্থীদের তালিকা করার দায়িত্ব জেলা নেতৃবৃন্দের কাছে দেওয়া হয়েছে। তারাই কালকের মধ্যে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবে।
জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া জানান, ‘স্যার (এরশাদ) নিজেই সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন চূড়ান্ত করেছেন। ইতিমধ্যে প্রায় দেড়শ মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আশা করি, বাকিগুলো কালকের মধ্যে ফাইনাল হবে।’
রোববার সাক্ষাৎকার গ্রহণের শুরুতে এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। পরে তিনি পৌরসভার সম্ভাব্য প্রার্থীসহ বনানী কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঘণ্টাখানেক পরে তিনি চলে যান।
সাক্ষাৎকার গ্রহণের সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুইঁয়াসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
সাক্ষাৎকার গ্রহণের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’ তিনি পৌরসভা নির্বাচন ১০ দিন পেছানোর দাবি জানান।
প্রার্থীদের উদ্দেশে প্রাক্তন এ রাষ্ট্রপতি বলেন, ‘পৌর নির্বাচনে মেয়র পদে যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তাদের নির্বাচিত করতে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়োগ করতে হবে।’ তিনি নেতা-কর্মীদের এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সাক্ষাৎকার উপলক্ষে রোববার এরশাদের বনানী কার্যালয়ে সকাল থেকে দেশের বিভিন্ন পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা সমবেত হন। মেয়র পদপ্রার্থীদের ১০ হাজার টাকায় মনোনয়নপত্র কিনতে হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন