বুধবার, নভেম্বর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাগরে ৩ ট্রলার ডুবি; ৪৬ জেলে উদ্ধার,৩ জেলে নিখোঁজ

ঘুর্ণিঝড় ‘নাডার’ প্রবল প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরারত তিন ট্রলার সাগরে নিমজ্জিত হলে ৫ ঘণ্টা পর ৪৬ জেলে উদ্ধার করে শনিবার পাথরঘাটায় নিয়ে এসেছে। তিন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের পাথরঘাটা শহরের একটি সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়া হয়েছে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজদের সলিল সমাধি হয়েছে।

পাথরঘাট উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম কালের কণ্ঠকে জানান, সাগরে পথে বিছিন্ন ভাবে ভাসতে দেখে ৩ ট্রলারে ৪৬ জন জেলেকে উদ্ধার করে শনিবার (৫ নভেম্বর) বেলা আড়াইটায় পাথরঘাটায় নিয়ে আসে। পাথরঘাটার এফবি মহসেন আউলিয়া-৩ নামক একটি মাছ ধরার ট্রলার গভীর সাগর থেকে উপকূলে ফেরার পথে তাদের উদ্ধার করে। নিখোঁজ রয়েছে মোস্তফা-৫০, সেলিম-৫০ ও কালু-২৮ নামে ৩জন। নিখোঁজদের বাড়ি বরগুনা সদর উপজেলার ডেমা-গুলশাখালী গ্রামে। তারা এফবি ভাই ভাই ট্রলারের কর্মরত ছিল।

জেলে বহরে তিনটি ট্রলার ছিল পটুয়াখালী জেলার মহিপুর এলাকার এফবি শুকতারা, বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জের এফবি ভাই ভাই ও বরগুনা সদর উপজেলার ডেমা- গুলশিখালীর এফবি নাজমুল।

উদ্ধার হওয়া এফবি নাজমুল ট্রলারের জেলে মো. হারুন মাঝি বলেন, ইলিশ প্রজনন কালে ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল । গত ২ নভেম্বর অবরোধ শেষ হওয়ার পরের দিন বৃহস্পতিবার আবহাওয়া ভাল দেখে সাগরে মাছ ধরতে চলে যায় তারা। তিনি জানান, হঠাৎ সাগর উত্তাল হওয়ায় পাথরঘাটা থেকে ১শ ৫০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে ( ফেয়াওয়ে বয়ার দক্ষিণে) বঙ্গোপসাগরে তাদের ট্রলারটি ঢেউয়ের তোড়ে শনিবার সকাল ৮ টায় ডুবে যায়। ট্রলারে মোট ১৪ জেলে সবাই বয়া, বাঁশ ও কাঠ ধরে ভাসতে থাকলে জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আলম মোল্লার এফবি মোহসেন আউলিয়া-৩ নামক একটি ট্রলার তাদের উদ্ধার করে।

মহিপুর এলাকার এফবি শুকতারা বোটের মোস্তফা মাঝি বলেন,তাদের ট্রলারটি শনিবার সকালে ডুবে গেলে সাগরে ভাসতে থাকে। বোটে মোট ১৭ জন জেলে ছিল। নিকটবর্তী এলাকায় ডুবে যাওয়া এফবি নাজমুল ট্রলারে ১৮ জেলে নিয়ে নিমজ্জিত হলে সবাইকে উদ্ধার করা হয় বলে উদ্ধারকারি ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আলম মোল্লা কালের কণ্ঠকে জানান। এফবি ভাই ভাই ট্রলারে ১৭ জেলের মধ্যে ১৪ জেলে উদ্ধার হয়। উদ্ধারকারি মাঝি আলী মাঝি বলেন, প্রচণ্ড ঢেউ এর মধ্যে তিনি রশি ফেলে দিলেও এফবি ভাইভাই ট্রলারের ৩ জেলে উঠতে পারেনি। তাদের কি পরিণতি তা বলতে পারেন না।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জানান, এফবি ভাইভাই ট্রলারের তিন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত ৪৬ জেলেকে তাৎক্ষনিক মোটা গেঞ্জি, লুঙ্গি ও খাবার দেয়া হয়েছে । অসুস্থ জেলে রফিককে পাথরঘাটা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

উত্তর প্রদেশে মাদ্রাসা চালু রাখতে বাধা কেটে গেল

ভারতের উত্তর প্রদেশে ২০০৪ সালে তৎকালীন রাজ্য সরকারের তৈরি মাদ্রাসাবিস্তারিত পড়ুন

সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা, দানবাক্স উধাও

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবা‌জ (রাহ:) এরবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য ৯ নির্দেশনা

রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সতর্কবিস্তারিত পড়ুন

  • তারেক রহমান: দেশ সংস্কারের কথা সর্বপ্রথম বলেছেন খালেদা জিয়া
  • মহাখালী ফ্লাইওভারে যানবাহন চলাচলে বিধিনিষেধ
  • মির্জা ফখরুল: জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন
  • জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন
  • সম্পাদক পরিষদ: সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে
  • জবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি ছাত্রশিবিরের
  • এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
  • একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক তাবলিগের দুই পক্ষের
  • অক্টোবরে রেমিট্যান্স এলো ২৩০ কোটি ডলার
  • চালু হলো মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন
  • নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই অভ্যুত্থান, কার্যকর করবে অন্তর্বর্তীকালীন সরকার
  • মির্জা ফখরুল: মাইনাস টু ফর্মুলার কথা চিন্তাও করবেন না