‘সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, আ.লীগ বলবে এটার জন্যও বিএনপি দায়ী’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলায় বিএনপি জড়িত বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বক্তব্যের জবাব দিয়েছে দলটি।
শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবীক্রম নাসিরনগরের ঘটনা তুলে ধরেন।
সময় সাংবাদিকরা হানিফের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেজর হাফিজ বলেন, ‘আজ দেশের আবহাওয়া খারাপ। সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। হয়তো আওয়ামী লীগ নেতারা বলবেন এটার জন্যও বিএনপি দায়ী।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আরও বলতে পারেন, এজন্য জিয়াউর রহমান দায়ী। তিনি বলে গেছেন ২০১৬ সালে আবহাওয়া খারাপ করতে হবে। আওয়ামী লীগ নেতাদের এ রকম হাস্যকর কথা কেউ বিশ্বাস করে না।’
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘স্থানীয় তিন নেতার বহিষ্কারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুরের ওপর হামলায় ঘটনায় আওয়ামী লীগই জড়িত বলে প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, এটি তো স্পষ্ট, সেখানকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নাসিরনগর সদরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আরো দুইজন আওয়ামী লীগ নেতার সঙ্গে। দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে যে কারা এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল হোতা। গত সাত বছরে যে সব ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে, এটি আজ দিবালোকের মতো স্পষ্ট।’
গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার কারণে নাসিরনগরের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি নাসিরনগরের ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীর কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগও দাবি করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপির পক্ষ থেকে সাহায্য দেয়া হবে জানিয়ে সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান হাফিজ উদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন