সাগর-শম্পার সংসারেও বিচ্ছেদের সুর!

তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। গতকাল অভিনেত্রী সোহানা সাবা ও মুরাদ পারভেজের বিচ্ছেদের সংবাদে মিডিয়াপাড়ায় যখন তোলপাড় তখন সুপার হিরো সুপার হিরোইন খ্যাত দম্পতি সাগর ও শম্পার সংসারেও বিচ্ছেদের সুর বাজছে বলে খবর বেরিয়েছে। গত তিন মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি।
সাগর গণমাধ্যমকে বলেন, গত তিন মাস ধরে আমরা আলাদা থাকছি। শম্পা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি জানি না আমার অপরাধ কী! কিন্তু ডিভোর্স লেটারে উল্লেখ করেছে আমাদের মধ্যে মতের মিল নেই। কিন্তু এর আগে আমাকে শম্পা প্রায়ই বলতো আমি ভালোবাসাটা বুঝি না। ভালোবাসতে জানি না। এসব কারণ দেখিয়ে সে আমার কাছ থেকে আলাদা হয়ে যায়। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। শম্পাকে নিয়েই আমি থাকতে চেয়েছি। কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। গত তিনটি মাস আমি মানসিকভাবে খুব অশান্তির মধ্যে আছি। তবে এ ব্যাপারে শম্পার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরোইন প্রতিযোগিতা মধ্য দিয়ে মিডিয়া আসেন সাগর ও শম্পা। এখানেই তাদের প্রেম শুরু হয়। দীর্ঘ পাঁচ বছরের প্রেম গত বছর ১৫ আগস্ট পারিবারিকভাবে বিয়েতে রূপ নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন