সাগর-শম্পার সংসারেও বিচ্ছেদের সুর!
তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। গতকাল অভিনেত্রী সোহানা সাবা ও মুরাদ পারভেজের বিচ্ছেদের সংবাদে মিডিয়াপাড়ায় যখন তোলপাড় তখন সুপার হিরো সুপার হিরোইন খ্যাত দম্পতি সাগর ও শম্পার সংসারেও বিচ্ছেদের সুর বাজছে বলে খবর বেরিয়েছে। গত তিন মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি।
সাগর গণমাধ্যমকে বলেন, গত তিন মাস ধরে আমরা আলাদা থাকছি। শম্পা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি জানি না আমার অপরাধ কী! কিন্তু ডিভোর্স লেটারে উল্লেখ করেছে আমাদের মধ্যে মতের মিল নেই। কিন্তু এর আগে আমাকে শম্পা প্রায়ই বলতো আমি ভালোবাসাটা বুঝি না। ভালোবাসতে জানি না। এসব কারণ দেখিয়ে সে আমার কাছ থেকে আলাদা হয়ে যায়। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। শম্পাকে নিয়েই আমি থাকতে চেয়েছি। কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। গত তিনটি মাস আমি মানসিকভাবে খুব অশান্তির মধ্যে আছি। তবে এ ব্যাপারে শম্পার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরোইন প্রতিযোগিতা মধ্য দিয়ে মিডিয়া আসেন সাগর ও শম্পা। এখানেই তাদের প্রেম শুরু হয়। দীর্ঘ পাঁচ বছরের প্রেম গত বছর ১৫ আগস্ট পারিবারিকভাবে বিয়েতে রূপ নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













