‘সাজানো সংসার চিন্ন-ভিন্ন করে দিলো সাংসদপুত্র রনি’
কিছুক্ষণ পরপরই হাউমাউ করে কেঁদে উঠছিলেন মধ্যবয়সী এক নারী। শাড়ির আঁচল দিয়ে মুছছেন চোখের পানি। আর তাঁকে সান্ত্বনা দিচ্ছেন আরেক তরুণী। যাঁর কোলে শিশু সন্তান। ইস্কাটনের জোড়া খুনের মামলার আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আজ রোববার সকালে আদালতে দেখার পর ওই নারীর আহাজারি আরও বেড়ে যায়।
পরিচয় জানতে চাইলে ওই নারী বলেন, তাঁর নাম সালমা বেগম। স্বামীর নাম ইয়াকুব আলী। সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।
ইস্কাটন জোড়া খুনের শিকার দুজনের একজন হলেন এই ইয়াকুব। সালমার অভিযোগ, সংসদ সদস্য পিনু খানের ছেলে রনির ছোড়া গুলিতে মারা গেছে তাঁর স্বামী।
গত বছরের ১৩ এপ্রিল অটোরিকশাচালক ইয়াকুব জনকণ্ঠ পত্রিকার এক সাংবাদিককে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার জন্য গভীর রাতে নিউ ইস্কাটনে পৌঁছান। সেখানে যানজটে আটকে থাকা অবস্থায় অন্য একটি গাড়ি থেকে এলোপাতাড়ি ছোড়া গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর দুজনই মারা যান।
মামলার অভিযোগ গঠনের শুনানি থাকায় বখতিয়ারকে আজ সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নেয় পুলিশ। এ সময় আদালত চত্বরে ছিলেন ইয়াকুবের স্ত্রী সালমা বেগম ও তাঁর একমাত্র মেয়ে রুনা আক্তার। বখতিয়ারকে দেখে সালমার আহাজারি বেড়ে যায়।
সালমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সাংসদের ছেলে রনি তাঁর সাজানো সংসার লন্ডভন্ড করে দিয়েছে। ছেলে নেই। মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ের টানাটানির সংসার। সেখানে থাকার উপায় নেই। তাই বোনের সংসারে থাকি। এক বেলা খাই তো দুই বেলা না খেয়ে থাকি।’
সালমার ভাষ্য, তাঁর স্বামী মারা যাওয়ার পর ঋণের ভারে জর্জরিত হয়েছেন। প্রায় ৮০ হাজার টাকার ঋণ। ঋণের টাকা দেওয়ার জন্য লোকজন বারবার চাপ দিচ্ছেন। কিন্তু কীভাবে তিনি এই টাকা পরিশোধ করবেন তা তাঁর জানা নেই।
আদালত চত্বরে যতক্ষণ ছিলেন ততক্ষণই কাঁদছিলেন সালমা। আর ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন আসামি বখতিয়ারের দিকে। সালমা বলেন, স্বামী মারা যাওয়ার পর একবার তাঁর স্ট্রোক করেছিল। এ কারণে কাজ করতে গেলে অল্পতেই হাঁপিয়ে ওঠেন। তিনি বলেন, ‘আর বাঁচতে ইচ্ছা করে না। তারপরও বেঁচে আছি, বিচার পাওয়ার আশায়। কিন্তু আদালতে আসার জন্য যে বাসভাড়া দরকার তাও নেই। একজনের কাছ থেকে দেড় শ টাকা ধার করে আদালতে এসেছি। ধারের টাকাগুলো কীভাবে শোধ করব জানি না।’
এ সময় তাঁর মেয়ে রুনা আসেন সেখানে। রুনা বলেন, বাবাকে মেরে ফেলার পর সমস্ত সুখ চলে গেছে। এখন বিচার চাই। রুনার এ কথার সঙ্গে সঙ্গে সালমা আহাজারি আরও বেড়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন