সাতকানিয়ায় আ.লীগ বিদ্রোহীর ভোট বর্জন
চট্টগ্রাম : অনিয়ম ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধাদানের অভিযোগ তুলে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার ভোট শুরুর আড়াই ঘণ্টার মধ্যে প্রার্থী খান জসিম উদ্দিন (আনারস) সাংবাদিকদের একথা জানান।
এদিকে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাহাম্মদ উল্লাহ বলেন, ‘লোক মুখে এক প্রার্থীর নির্বাচন বর্জনের সংবাদ পেয়েছি। তবে লিখিত কোনো আবেদন পাইনি।’
উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারে ১৭ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ ও সাধারণ সদস্য পদে ৫৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সোনাকানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী নুর আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে উপজেলার সবাই আতঙ্কগ্রস্ত ভোটাররা হয়ে পড়েছেন। কেঁওচিয়া, ছদাহা, কালিয়াইশ, ঢেমশা, সাতকানিয়া সদরসহ বিভিন্ন ইউনিয়নে বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্রের আশপাশে মহড়া দিচ্ছে এবং ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন