সাতক্ষীরার ইউপির ভোটার তালিকার স্থগিতাদেশ বহাল
জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এই আদেশের ফলে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে এই দুই ইউপির বর্তমান ভোটার তালিকায় ভোট গ্রহণের সুযোগ নেই জানিয়েছেন মামলার আইনজীবী।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো: নিজামুল হকের আদালত এই আদেশ দেন। আদালতে স্থগিত আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।
এর আগে গত ১৫ ডিসেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট সাতক্ষীরার দুই ইউনিয়নের ভোটার তালিকা স্থগিত করে আদেশ দেন। অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া জানান, গত ২৮ ডিসেম্বরের জেলা পরিষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ২০ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করে। এ তালিকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ও রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের তালিকাভুক্ত হয়নি। তাদের পরিবর্তে ওই দুটি ইউনিয়নের পুরনো সদস্যদের ভোটার করা হয়েছে।
এ কারণে গত ১১ ডিসেম্বর এই দুটি ইউনিয়নের ২০ জন প্রতিনিধির পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার আদালত ঐ দুই ইউনিয়নের ভোটার তালিকার কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করে। একইসঙ্গে ঐ দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে হাইকোর্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন