সাতক্ষীরায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কলেজ ছাত্রীসহ এক যুবক আটক
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাজার এলাকার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পলাশ কুমার দে (২৭) নামের এক লম্পট ও এক কলেজছাত্রী আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে । পুলিশ খবর পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা উপজেলার কুমিরা বাজারের ডা: অশোক কুমার দে’র লম্পট ছেলে পলাশ কুমার দে স্থানীয় একটি কলেজের অনার্স পড়ুয়া মুসলিম সম্প্রদয়ের এক মেয়ের সাথে ধর্মান্তরিত হয়ে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। এরই সুযোগে উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবত শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
রোববার দুপুরে কুমিরা বাজারের ডা: অশোক কুমার দে’র চেম্বারের একটি কক্ষে তারা অনৈতিক কাজে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পাটকেলঘাটা থানার এস আই মধুসুধনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে শত শত মানুষের সামনে দড়ি দিয়ে বেঁধে ভ্যানযোগে থানায় নিয়ে যাওয়া হয়।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটকৃতদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন