সাতক্ষীরায় অস্ত্র ও নারীসহ এমপির ছেলে আটক
সাতক্ষীরা : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে পিস্তল ও তিন নারীসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। তবে, আটক অন্যান্যদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরসা রিসোর্টে অভিযান চালিয়ে সাফায়েত সরোয়ারকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তার মায়ের নামে লাইসেন্সকৃত পিস্তলসহ ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। সার্বিক দিক বিবেচনা করে কী মামলা হবে, তা নির্ধারণ করা হবে।’
প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ারের শহরের বিভিন্ন রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো, মাতলামি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাতক্ষীরা শহরবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন