সাতক্ষীরায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৬
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ও কুশখালি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালিয়ে বিএনপি প্রার্থীর অস্থায়ী নির্বাচনী অফিস ভাংচুর ও স্বতন্ত্র প্রার্থীর প্রাচার মাইক ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এসময় ভোমরা ইউনিয়নের বিএনপি’র প্রার্থী আসাদুর রহমান এবং আ’লীগের প্রার্থী শহিদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে ভোমরা ইউনিয়নের শাখরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি মনোনিত প্রার্থী আসাদুর রহমান জানান, শুক্রবার রাত ৮ টার দিকে সদর উপজেলার শাখরায় স্থাপিত তার একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দিয়ে পোষ্টারে আগুন ধরিয়ে দেয় সরকার দলীয় প্রার্থী শহিদুল ইসলামের লোকজন। এসময় সেখানে উপস্থিত তার ভাই শরিফুল ইসলামসহ তার কয়েকজন কর্মী ঠেকাতে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে তারা। এঘটনার জের ধরে আছাদুর রহমানের সমর্থকরা ভোমরা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তিনিসহ তার তিনজন সমর্থক আহত হন।
এব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম জানান, রাস্তার ধারে কাপড় দিয়ে টানানো ধানের শীষের একটি অস্থায়ী কার্যালয়ে পোষ্টারে আগুন দিয়ে নাটক সাজিয়ে ভোটারদের সমর্থন নেওয়ার চেষ্টা করছে। বরং নির্বাচনি প্রচারনা শেষে বাড়ি ফেরার পথে বিএনপি প্রার্থী শহিদুল ইসলামের লোকজন তার উপরে হামলা চালায়।
এদিকে বিকেলে কুশখালি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শ্যামল এর আনারস প্রতিকের প্রচার মাইক ভাংচুর ও ইঞ্জিন চালিত ভ্যান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের প্রার্থী মো: কুতুব উদ্দিনের কর্মী সমর্থকরা। এসময় পিটিয়ে জখম করা হয় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কর্মী আবু তাহের ও ভ্যান চালক আতাউর রহমানকে। এঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় এজহারের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক শেখ জানান, কুশখালি ও ভোমরা ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার মাইক ভাংচুর ও হামলার খবর পাওয়া গেছে। ভোমরায় বিএনপি-আওয়ামী লীগের উভয় গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন