সাতক্ষীরায় গৃহবধূ খুন, স্বামীসহ আটক দুই
সাতক্ষীরায় আছিয়া খাতুন নামে এক গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আছিয়ার স্বামীসহ দুইজনকে আটক করেছে। সোমবার রাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চাপারডাঙ্গী গ্রামের একটি ঘেরের পাড় থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আটক দুজন হলেন, আছিয়া খাতুনের স্বামী চাপারডাঙ্গী গ্রামের আমজাদ গাজী ও তার বন্ধু কবীর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, আছিয়ার স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনই হত্যার সাথে জড়িত।
গ্রামবাসি জানান, আমজাদ গাজী ২য় বিয়ে করার পর তাদের মধ্যে প্রায় ঝগড়াবিবাদ লেগে থাকতো। এরই সূত্র ধরে আমজাদ ও কবীর পরস্পর যোগসাজশে ২য় স্ত্রীর পরামর্শে আছিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে মৎস্য ঘেরের পাশে মাটি চাপা দিয়ে রাখে। রাতে ঘের মালিক সেখানে রক্ত দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই সেখান থেকে গৃহবধুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন