সাতক্ষীরায় জামায়াতের কমিটি গঠন, আতঙ্কে সাধারন মানুষ
নাজমুল শাহাদাৎ (জাকির), সাতক্ষীরা প্রতিনিধি ::
সাতক্ষীরার তালা উপজেলার সাহাপুরে মাহফিলের আড়ালে জেলা জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। জেলার দুই শীর্ষ গোয়েন্দা সংস্থা প্রায় ১৮ দিন পর ঘটনাটি নিশ্চিত করেছেন। মাহফিলের আড়ালে জেলা জামায়াতে কমিটি গঠন হওয়ায় জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। তাহলে কি জামায়াত আবার নতুন করে জেলায় সংগঠিত হচ্ছে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে তারা কি আবার মাঠে নামছে। এমনি সব প্রশ্ন সাধারন মানুষেরদের মনে ঘুরপাক ঘাচ্ছে বিধায় তারা আতঙ্কে আছেন আবার না ১৩সালের প্রেক্ষাপট দেখতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান,গত পয়লা ফেব্রুয়ারি তালা উপজেলার দক্ষিণ সাহাপুর জামে মসজিদের আয়োজনে ইসলামি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আড়ালে জেলার সাতটি উপজেলার জামাতের আমির ও সাধারণ সম্পাদক ছাড়াও জেলা জামায়াতের উর্দ্ধতন নেতারা উপস্থিত ছিলেন। এছাড় উল্লেখ যোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের রোকন হাফেজ রবিউল বাসার, সাবেক সেক্রেটারি নুরল হুদা, মাও. গফফার ও রফিকুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি, পৌর শিবিরের সভাপতিসহ ৩০-৩৫ জন জামাতের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোপন সম্মেলনে জামাতের জেলা কমিটি গঠন করা হয়। সূত্র জানায়, জেলা জামাতের রোকন রয়েছে ২হাজার ৩০০জন। জামাতের কর্মী রয়েছে প্রায় ১৩ হাজার।
সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ রবিউল বাসারকে জেলা আমির ও নুরুল হুদাকে সেক্রেটারি করে জেলা জামায়াতে কমিটি ঘোষণা করা হয়।
জামাতের সম্মেলনের মাধ্যমে জেলা জামাতের কমিটি গঠনের বিষয়টি সরকারের দুটি গোয়েন্দা সংস্থা ডিবি ও ডিএসবি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, জামায়াত এতদিন জেলায় চুপসে ছিল তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা সবসময় শান্ত জেলাকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত হওয়ার পায়তারা করছে। তারা আড়ালে যতই সংগঠিত হওয়ার চেষ্টা করুক না কেন আওয়ামীলীগ ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে দমন করা হবে।
পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, তিনি গত কয়েক দিন ধরে এ ধরনের একটি তথ্য জানতে পেরেছেন। ঘটনাটি জানানর পর খোঁজ খবর নেওয়ার পর তিনি নিশ্চিত হয়েছেন। ঘটনাটি নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতাকারিরা যাতে করে আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য পুলিশ প্রয়োজনে আরও কঠোর হবে। নাশকতাকারিদের কোন রকম ছাড় দেওয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন