সাতক্ষীরায় দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে মায়ের মৃত্যু
দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে আঘাত পেয়ে মারা গেছেন মা যমুনা খাতুন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, বেতলা গ্রামের আবদুস সবুরের তরুণ দুই ছেলে নাজমুল ও আল আমিন নারকেল পাড়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। রাতে তাঁরা দুজনে মারামারি করতে থাকেন। জানতে পেরে মা যমুনা খাতুন তাঁদের ঠেকাতে ঘর থেকে বের হন। বাড়ির কলপাড় পর্যন্ত যেতেই পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এটি কোনো হত্যাকাণ্ড নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, লাশের ময়নাতদন্ত হবে। পরে বিষয়টি আরো নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন