সাতক্ষীরায় বাস শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ
নাজমুল শাহাদাৎ (জাকির), সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বাস শ্রমিক ও পুলিশ সংঘর্ষের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
রোববার সকাল ৯টার সময় সাতক্ষীরা বাস টার্মিনালের সামনের প্রেট্রোল পাম্প থেকে প্রেট্রোল নেওয়ার সময় সময় পুলিশের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পারে বাস শ্রমিকরা ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘সাতক্ষীরা বাস টার্মিনালের সামনের প্রেট্রোল পাম্প থেকে প্রেট্রোল নেওয়ার সময় সময় পুলিশের সাথে তর্ক বিতর্ক এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পারে বাস শ্রমিকরা। এসময় পুলিশ দুই শ্রমিককে মারপিট করলে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে ৩০/৪০ জন পুলিশ সদস্য সাতক্ষীরা বাস টার্মিনালের সামনে অবস্থান করতে দেখা যায়। এ সময় পুলিশ এক শ্রমিককে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সাতক্ষীরা বাস শ্রমিকদের মধ্যে।
এ ঘটনায় এক ঘন্টা সড়ক অবরোধ করে বাস ও যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহম্মেদ জানান, ‘প্রেট্রোল নেওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ করে বিক্ষোভ করে। পরে আটক শ্রমিককে মুক্তি দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।’
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ‘ভুল বোঝাবুঝি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন