সাতক্ষীরায় হতদরিদ্র প্রতিবন্ধি স্কুল ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষন॥
নাজমুল শাহাদাৎ (জাকির) : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ঘূরে দেখা গেছে উত্তর ফিংড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ও একই এলাকার হতদরিদ্র প্রতিবন্ধি আঃ হামিদের স্কুল পড়–য়া কন্যাকে টাকার প্রলোভন দেখিয়ে বুধবার সকালে স্কুলের সামনের নির্জন বাগানে একটি গভীর গর্তের ভিতরে তাকে জোর পূর্বক ধর্ষন করে একই এলাকার মৃত আঃ লতিফ সরদারের পুত্র ঝাল মুড়ি বিক্রেতা মোঃ সুমন সরদার (২৮)। নারী লোভী লম্পট সুমন সরদার আহত শিশু কন্যাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুল চলাকালিন শিশু কন্যাটি ব্যাথার যন্ত্রনা শর্য্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে। কিছু বুঝতে না পেরে স্কুল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করে বাড়ী পাঠিয়ে দেয়। বাড়ীর লোকজন ও এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে পার্শ্ববর্তী ধুলিহর পুলিশ ফাড়ির ইনচার্য এ এস আই সৈয়িদ আলীকে জানায়। এ এস আই সৈয়িদ ও এস আই নাসিরউদ্দীন তৎক্ষনাত সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করেন এবং ৩ঘন্টা ধরে ঘটনার তদন্ত করেন। খবর পেয়ে সদরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা খানম আহত স্কুল ছাত্রীর জবান বন্দি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর সার্কেল অফিসারের ঘটনাস্থল পরিদর্শনকালে ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ লুৎফর রহমান, সাংবাদিক এস এম শাহিন আলম, ইউপি সদস্য রবিউল ইসলাম, মহিলা মেম্বর আছিয়া খাতুন, নাসিমা পারভীন তার সাথে ছিলেন। তদন্ত ও পরিদর্শন শেষে সদর সার্কেল মেরিনা খানম আহত স্কুল ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি ও মেডিকেলের জন্য সদরে নিয়ে যান। এঘটনায় সদর সার্কেল মেরিনা খানম জানান আগে আহত স্কুল ছাত্রীর চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা শেষে অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীরা জানান অভিযুক্ত লম্পট সুমন সরদারের বিরুদ্ধে আরও অনেক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করার অভিযোগ রয়েছে। এলাকাবাসী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমানসহ শিক্ষকবৃন্দ প্রশাসনের কাছে লম্পট সুমন সরদারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন