সাতক্ষীরায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
সাতক্ষীরার বেকারি কর্মচারী আনোয়ারুল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় একজনকে পাঁচ বছর কারাদণ্ড এবং দুজনকে বেকসুর খালাস দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা সবাই কাঠগড়ায় ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দেবনগর গ্রামের রাশেদুল ইসলাম রাশেদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, নুর ইসলাম ও আবদুল মোতালেব।
একই গ্রামের কামরুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে খালাস পেয়েছেন একই গ্রামের আবু তালেব ও আশারত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওসমান গনি, আসামিপক্ষের এস এম হায়দর ও সফিউল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে আইনজীবীরা জানান, ২০০৩ সালের ১১ জুলাই সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আসামিপক্ষ একই গ্রামের আনোয়ারুল ইসলাম নামের এক বেকারি কর্মচারীকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মামা ইয়াসিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। পুলিশ এ মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত আজ এ মামলার রায় দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন