সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক
মো. নাজমুল শাহাদাৎ (জাকির), সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা কারাগারে গত শনিবার সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো: ইকবাল হাসান (বিজি বিএম) সাতক্ষীরা জেলা কারাগার জেল পরিদর্শনে আসেন। কারা সূত্র জানা যায়, প্রথমে তিনি কারা অভ্যান্তরে বন্দিদের দরবার নেন। তখন বন্দিদের বিভিন্ন সমস্যা অতিরিক্ত কারা মহাপরিদর্শকের কাছে উল্লেখ করেন। আর তা সমাধানের জন্য জেল সুপার ও জেলারকে আদেশ দেন।
এসময় তিনি বক্তব্য বন্দিদের বলেন, অপরাধ জগৎ থেকে বের হয়ে আসবে। নিজের পরিবার নিয়ে সুন্দর জীবন যাপন করবেন। আর অপরাধ জগৎ থেকে মুক্ত পাবে। নিজের জীবনকে একজন সাধারণ মানুষের জীবনের মত গড়ে তুলবে। তারপর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কারারক্ষীদের দরবার নেন। সে সময় অনেক কারারক্ষী অতিরিক্ত কারা মহাপরিদর্শকের সাথে আলাপ-আলোচনা করেন। তাদের সমস্যা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তখন অতিরিক্ত কারা মহাপরিদর্শক এবিষয়ে কারা মহাপরিদর্শকের সাথে কথা বলবেন বলে জানান। অতিরিক্ত কারা মহাপরিদর্শক সাগত বক্তব্য বলেন, কারারক্ষীদের তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য। তারা যাতে তাদের নিয়ম অনুযায়ী কাজ করেন। কারা মহাপরিদর্শক দেশের সমস্ত কারাগারকে একটি উন্নয়নশীল ও মানসম্পন্ন কারাগার হিসেবে রূপান্তরিত করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
সে সময় আরো উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক যশোর মোঃ টিপু সুলতান। সাতক্ষীরা জেলা কারাগারের জেলসুপার আবু জাহেদ, জেলার তুহিন কান্তি , ডেপুটি জেলার পাপিয়া আক্তার, সহকারী আল আমিন, প্রধানরক্ষী সিরাজসহ ও অনান্য কারা কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। জেলা কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ধন্যবাদ জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন

কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন