সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক
মো. নাজমুল শাহাদাৎ (জাকির), সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা কারাগারে গত শনিবার সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো: ইকবাল হাসান (বিজি বিএম) সাতক্ষীরা জেলা কারাগার জেল পরিদর্শনে আসেন। কারা সূত্র জানা যায়, প্রথমে তিনি কারা অভ্যান্তরে বন্দিদের দরবার নেন। তখন বন্দিদের বিভিন্ন সমস্যা অতিরিক্ত কারা মহাপরিদর্শকের কাছে উল্লেখ করেন। আর তা সমাধানের জন্য জেল সুপার ও জেলারকে আদেশ দেন।
এসময় তিনি বক্তব্য বন্দিদের বলেন, অপরাধ জগৎ থেকে বের হয়ে আসবে। নিজের পরিবার নিয়ে সুন্দর জীবন যাপন করবেন। আর অপরাধ জগৎ থেকে মুক্ত পাবে। নিজের জীবনকে একজন সাধারণ মানুষের জীবনের মত গড়ে তুলবে। তারপর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কারারক্ষীদের দরবার নেন। সে সময় অনেক কারারক্ষী অতিরিক্ত কারা মহাপরিদর্শকের সাথে আলাপ-আলোচনা করেন। তাদের সমস্যা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তখন অতিরিক্ত কারা মহাপরিদর্শক এবিষয়ে কারা মহাপরিদর্শকের সাথে কথা বলবেন বলে জানান। অতিরিক্ত কারা মহাপরিদর্শক সাগত বক্তব্য বলেন, কারারক্ষীদের তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য। তারা যাতে তাদের নিয়ম অনুযায়ী কাজ করেন। কারা মহাপরিদর্শক দেশের সমস্ত কারাগারকে একটি উন্নয়নশীল ও মানসম্পন্ন কারাগার হিসেবে রূপান্তরিত করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
সে সময় আরো উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক যশোর মোঃ টিপু সুলতান। সাতক্ষীরা জেলা কারাগারের জেলসুপার আবু জাহেদ, জেলার তুহিন কান্তি , ডেপুটি জেলার পাপিয়া আক্তার, সহকারী আল আমিন, প্রধানরক্ষী সিরাজসহ ও অনান্য কারা কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। জেলা কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ধন্যবাদ জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন