সাতক্ষীরা বন্যায় সাপ আতঙ্ক, গ্রাম ছাড়ল পরিবার
সাপের ছোবলে গত সপ্তাহে দুদিনের ব্যবধানে স্বামী ও ছেলেকে হারিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের আয়েশা খাতুন। গতকাল শনিবার আয়েশার আরেক ছেলে সাপের ছোবলের শিকার হন। তবে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওই ছেলে।
তবে আয়েশা আর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে নিজ বাড়িতে ফিরে যেতে রাজি নন। আশ্রয় নিয়েছেন জীরনগাছা গ্রামে, এক আত্মীয়ের দোতলা বাড়িতে। এখন সাপ আতঙ্ক তাড়া করছে শ্রীকলা গ্রামের প্রতিটি মানুষকে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম মন্টু জানান, গত ২৩ আগস্ট নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন আয়েশা খাতুনের স্বামী চাল ব্যবসায়ী আনার আলী (৫২)। ওই সময়ে সাপ ছোবল মারলে তিনি মারা যান। এর দুদিন পর গত বুধবার আনার আলীর দশম শ্রেণি পড়ুয়া ছেলে আমিরুল ইসলাম (১৪) সাপের ছোবলের শিকার হন।
উভয়কেই চিকিৎসার জন্য প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওঝা কাউকেই রক্ষা করতে পারেননি। শেষে আমিরুলকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেও দেরি হয়ে যাওয়ায় বাঁচানো যায়নি তাকে।
সবশেষ গত শনিবার আয়েশার আরেক ছেলে আল-আমিন (৩০) সাপের ছোবলের শিকার হন। আল-আমিনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সে প্রাণে বেঁচে যায়।
শ্রীকলা গ্রামের মানুষ সাপের আতঙ্কে ভুগছে। গত বুধবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত গ্রামের দুটি পাড়ায় সাপের ছোবলের শিকার হয়েছেন আরো তিনজন। এঁরা হচ্ছেন শ্রীকলা মধ্যপাড়ার নাসিমা খাতুন (৩০) ও রাফিদুল ইসলাম (৫০) এবং শেখ পাড়ার মর্জিনা খাতুন (২৬)। তবে এখনো ওঝা কা ঝাঁড়-ফুঁকই তাদের মূল ভরসা। স্থানীয়ভাবে আবদুল আহাদসহ আরো তিনজন ওঝার কাজ করেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার বলেন, ‘সাপের দংশনের ভয়ে আয়েশার পরিবার গ্রাম ছেড়েছেন। আমরা এর প্রতিকার খুঁজছি।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকসেদ আলী জানান, তিনি সাপের ছোবলের খবর পেয়ে গ্রামটিতে বিশ্বজিৎ মণ্ডল ও জিয়াউর রহমান নামে দুজন চিকিৎসক পাঠিয়েছিলেন।
দুই চিকিৎসকের প্রতিবেদনের বরাত দিয়ে ডা. আকসেদ জানান, সবগুলো প্রাণহাণির ঘটনা সাপের ছোবলে ঘটেছে।
সাপের ছোবলের শিকার হলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন আকসেদ আলী। যথাসম্ভব দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি।
শ্রীকলা গ্রামটি জঙ্গলে ঘেরা। এ ছাড়া বর্ষা মৌসুমের পর থেকেই গ্রামের নিচু এলাকায় পানি জমে আছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ কেন সাপের উপদ্রব বেড়ে গেল তা তাঁরা বুঝতে পারছেন না। সাপের এমন উপদ্রব আগে দেখেননি বলে জানিয়েছেন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন