সাতপাকে বাঁধা পড়তে না পড়তেই বিপাকে হরভজন!!

সাতপাকে বাঁধা পড়তে না পড়তেই বিপাকে ভারতীয় দলের সাবেক অফ-স্পিনার হরভজন সিং। গত বৃহস্পতিবার জলন্ধরের এক গুরুদোয়ারায় বলিউড অভিনেত্রী গীতা বসরাকে বিয়ে করেন তিনি।
রোববার সন্ধ্যায় দিল্লির তাজ প্যালাসে ছিল হরভজন সিংয়ের বিয়ের রিসেপসন ছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হতেই বিতর্কে জড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে কয়েকটি শিখ সংগঠন।
তাদের অভিযোগ, বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানে অতিথিদের তামাকজাত দ্রব্য বিতরণ করেছেন এই ক্রিকেটার। তারা জানিয়েছে, ভারতীয় দলের এই সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে তারা আন্দোলন করবে।
উল্লেখ্য, শিখ সম্প্রদায়ে তামাকজাত দ্রব্য ও মদ বিতরণে বিধি নিষেধ রয়েছে। রোববার ভাজ্জি-গীতার রিসেপশনে উপস্থিত ছিলেন এক ঝাঁক সেলিব্রিটি। ক্রিকেটার ও বলিউড তারকা থেকে রাজনীতিবিদ।
কে ছিলেন না! বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি তাজ প্যালাসে উপস্থিতি ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছিলেন জাতীয় দলে তার সাবেক সতীর্থরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন