সাত জঙ্গির রিমান্ড চাইবে পুলিশ
মিরপুরে জেএমবির আস্তানা থেকে আটক সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। শুক্রবার সকালে আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।
ফ্ল্যাটটি জঙ্গিরা গ্রেনেড ও বোমা তৈরির কারখানা হিসাবে ব্যবহার করতো।এই ফ্ল্যাট থেকেই দেশের বিভিন্ন স্থানে বোমা ও গ্রেনেড সরবরাহ করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।বাসাটি বোমা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হতো।
এডিসি (মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল রাতেই বিপুল পরিমাণ গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মিরপুরের শাহআলী থানার মিরপুর ১ নম্বরের চিলড্রেন পার্কের কাছে নয় নম্বর সড়কের একটি বাড়ির ছয় তলার ছাদ থেকে সাত জঙ্গিকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য। বাকীরা সন্দেহজনক। ঘটনাস্থল থেকে ১৬ হ্যান্ড গ্রেনেড, পিস্তলের ১৬ টি পাইপ বোমা এবং দুইশটি গ্রেনেড তেরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় আপাতত জানা যায়নি।
রাজধানীর মিরপুরে উদ্ধার হওয়া সরঞ্জাম দিয়ে দুইশটি গ্রেনেড তৈরি করা সম্ভব ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. মাশরেকুর রহমান খালেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন