সাত দিনের জন্য ঢাকায় জিৎ
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নতুন ছবি ‘বাদশা’র শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি মুঠোফোনে বলেন, প্রায় এক সপ্তাহের জন্য জিৎ ঢাকায় এসেছে। আমি বর্তমানে দেশের বাইরে রয়েছি। এ ছবির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। আশা করছি, ভালোভাবে ছবির প্রথম ভাগের কাজ শেষ করতে পারব আমরা। এ ছবিতে জিৎ এর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। আরও একটি চরিত্রে অভিনয় করছেন সুষমা সরকার। জিৎ বর্তমানে রাজধানীর একটি অভিজাত হোটেলে রয়েছেন।
রোববার সকালে হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর বাদশা ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। জানা যায়, নারায়ণগঞ্জের পানাম সিটি, কাওরান বাজার ও গাজীপুরের হোতাপাড়াসহ রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিংয়ে অংশ নেবেন টলিউডের এই জনপ্রিয় নায়ক। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশ থেকে আবদুল আজিজ ও কলকাতার বাবা যাদব।
এদিকে, ঢালিউডের কিং শাকিব খান কলকাতায় গিয়েছেন ‘শিকারী’ ছবির কাজে। মিডিয়াসংশ্লিষ্ট অনেকেই বলছেন। যৌথ প্রযোজনার কাজের ভালো মেলাবন্ধন ঘটেছে। ঢাকার কিং শাকিব কলকাতায় আর কলকাতার কিং জিৎ বাংলাদেশে এসে কাজ করছেন। মা,জ,অ
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন