সাত বছর বয়স দ্বিতীয় স্ত্রীর, সতীনের বিরোধিতা করায় প্রথম স্ত্রীর নাক কাটল স্বামী
মহিলাদের উপরে বর্বরতা ও অত্যাচারে আফগানিস্তানের মতো দেশগুলি যে এখনও সবার শীর্ষে রয়েছে তার প্রমাণ ফের পাওয়া গেল।
রেজা গুল (২০) নামে এক যুবতী গৃহবধূ নাক কাটা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগ, তার স্বামী মহম্মদ খান রাগের বশে রেজার নাক কেটে দিয়েছেন।
কিন্তু কেন? জানা গিয়েছে, আফগানিস্তানের উত্তর-পশ্চিমের ফারয়াব প্রদেশের বাসিন্দা এই মহম্মদ খান কিছুদিন আগে ইরান থেকে ফেরে। সেইসময়ে সে ঘরে নিয়ে আসে সাত বছর বয়সী একটি মেয়েকে। যাকে কিনা সে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় করায়।
তিনি থাকতে দ্বিতীয় স্ত্রীর ঘরে থাকাটা সহ্য করতে পারেননি রেজা গুল। সেই নিয়ে তিনি প্রতিবাদ করলে নিত্যদিন মারধর ও গঞ্জনা সহ্য করতে হচ্ছিল। এরপর অশান্তি চরমে উঠলে পকেটে থাকা ছুরি দিয়ে রেজার নাক কেটে দেয় মহম্মদ খান। এরপরই পালিয়ে যায়।
ফারয়াব প্রদেশের রাজ্যপাল আহমেদ জাভেদ বেদর জানিয়েছেন, রেজা গুলের নাক কেটেছে তাঁর স্বামী মহম্মদ খানই। তাকে ধরতে স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর বলেও জানা গিয়েছে।
তবে খবর, গ্রেফতারি এড়াতে মহম্মদ খান তালিবান অধ্যুসিত এলাকায় গিয়ে আত্মগোপন করেছে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রেজা গুলের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়েছেন, কাটা নাক জোড়া দেওয়ার মতো আধুনিক সরঞ্জাম তাদের কাছে নেই। ফলে হয়ত রেজা গুলকে চিকিৎসার প্রয়োজনে তুরস্কে নিয়ে যাওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন