‘সাদা পোশাকে পুলিশ ডিউটি করতে পারবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এখন থেকে সাদা পোশাকে পুলিশ আর ডিউটি করতে পারবে না। এমনকি গোয়েন্দা পুলিশ সাধারণ পোশাকে যে দায়িত্ব পালন করেন, তাতে যদি পুলিশের ট্যাগমার্ক লাগানো কটি না পরেন তাহলে তিনি দায়িত্বপালনরত বলে বিবেচিত হবেন না।
তিনি সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘খুব শিগগিরই পুলিশের দায় দায়িত্ব নিয়ে নির্দেশনা যাবে।’ ব্যাংকার ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ণ তদন্তের পর স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কারাগারে বন্দি ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেওয়া হবে। এরসঙ্গে ভারতে আটক বিএনপি নেতা সালাহউদ্দিনের ফিরে আসার কোনো সম্পর্ক নেই।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দাউদ মার্চেন্টকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। কারণ, তার সাজার মেয়াদ শেষ হয়েছে।’ তবে কবে ফিরিয়ে দেওয়া হচ্ছে তা সুনির্দিষ্ট করে জানাননি মন্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত ঘটনায় তদন্ত চলছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রমাণ হলে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন