রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাদুল্যাপুরে ঘাঘট নদীর তীব্র ভাঙ্গনে ৩শ পরিবার হুমকির মুখে

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা থেকে: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এর ফলে প্রায় ৩শ পরিবার হুমকির মুখে পড়েছে। যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলিন হতে পারে ওইসব পরিবারের ঘর-বাড়ী। ইতোমধ্যে বেশ কিছু ফসলী জমি, গাছপালা ও বৈদ্যুতিক খুটি নদীর পেটে চলে গেছে।

সরেজমিনে দেখা গেছে, সাদুল্যাপুর উপজেলা শহরস্থ ঘাঘট ব্রিজে থেকে কামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে ঘাঘট নদের তীর ঘেষে যাওয়া কুপতলা পর্যন্ত কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। ওই ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আনছার আলীর বাড়ী সংলগ্ন স্থান সড়কের প্রায় এক কিলোমিটার ভাঙ্গন দেখা দিয়েছে। এ কারণে নদীর তীরবর্তী এলাকার মানুষ গুলো তাদের বসতবাড়ী নিয়ে নানা দু:চিন্তায় পড়েছেন। বিশেষ করে বীরমুক্তিযোদ্ধা আনছার আলীর বসতবাড়ীটি চরম ঝুঁ^কির মধ্যে রয়েছে। যে কোন মুহুর্তে বাড়ীটি নদীর পেটে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিপুর্বেও ঘাঘট নদীর ভাঙ্গনে আনছার আলীর বাড়ীটি নদী গর্ভে বিলিন হয়েছিল বলে জানা গেছে। আবারও নতুন করে ঘর-বাড়ী তৈরী করে বসবাস শুরু করলে সম্প্রতি ঘাঘট নদীর অব্যহত ভাঙ্গনে ফের ওই বাড়ীটি নদীগর্ভে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।
নদী ভাঙ্গন কবলিত এলাকার রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম জানান, ঘাঘটের তীব্র ভাঙ্গনের কারণে এ এলাকার বৈদ্যুতিক পোল/খুটি নদী গর্ভে চলে গেছে। এর ফলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিছিন্ন করেছেন। যার কারণে প্রায় ১ হাজার পরিবার অন্ধকার ভুতরে বসবাস করছেন।
বীরমুক্তিযোদ্ধা আনছার আলী জানান, পুরান লক্ষীপুর এলাকাস্থ ঘাঘট নদীর ভাঙ্গন ঠেকাতে দীর্ঘদিন আগে লুপ কাটিংয়ের জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেও কোন ফলশ্রæতি পাওয়া যায়নি।

ইউপি সদস্যা চায়না বেগম জানান, সাদুল্যাপুর উপজেলা শহরের সাথে একমাত্র যোগাযোগ রক্ষাকারী ঘাঘট তীরে এ রাস্তাটি। নিত্যদিন আমাদের এলাকার শতাধিক ছাত্রী/ছাত্রী সাদুল্যাপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। ইতোমধ্যে ঘাঘট নদীর ভাঙ্গনে রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় চলাচলে নানা বিঘœ সৃষ্ঠি হয়েছে।

কামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছামছুল হক মাষ্টার নদী ভাঙ্গনের কথা শিকার করে বলেন, এ বিষয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান, ওই এলাকায় ভাঙ্গন রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন

গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন

গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন

  • গাইবান্ধায় কিংবদন্তি মীরের বাগানে ইচ্ছা পূরণের মাসব্যাপী বৈশাখী মেলা
  • গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • গাইবান্ধায় দূর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ মা-মেয়ে
  • গাইবান্ধায় পিকআপ চাপায় প্রজন্মলীগ নেতা নিহত
  • গাইবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান!
  • গাইবান্ধায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
  • গাইবান্ধায় গলায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • গাইবান্ধায় পুলিশী হেফাজতে ডাকাতের মৃত্যু
  • লিটনের আসনে আ. লীগের জয়
  • গাইবান্ধায় ফের সড়ক দুর্ঘটনায় নিহত-১
  • গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত-৬: আহত-১৫
  • অবশেষে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, জাতীর কাছে এটাই কি পাওয়ার ছিল !