সাধারণ কয়েদিদের সঙ্গে জেলখানায় ক্রিকেটার আরাফাত সানি

‘কথিত স্ত্রী’ নাসরিন সুলতানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি এখন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের শাপলা সেলে অন্য সাধারণ কয়েদিদের মতোই দিন কাটাচ্ছেন ।
গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন কারা উপ-মহা পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। অন্যদিক সানির পরিবার জামিন মঞ্জুরের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরাফাত সানির মামা শাকিল উদ্দিন পিন্টু বলেন: সানির বিরুদ্ধে সম্পূর্ন ষড়যন্ত্র করে এ মামলা করা হয়েছে। এখন আমরা উকিলের মাধ্যমে জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রোববার আমরা আদালতে সানির জন্য জামিন চাইব। কারাগারে যাওয়ার পর থেকেই আমরা সানির সঙ্গে যোগাযোগ রাখছি।
কারাগারে স্বাভাবিক রয়েছে সানি। তবে সে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছে।
সানির মামা পিন্টু আরও বলেন: নাসরিন সুলতানা নামের সানির ‘কথিত স্ত্রী’র বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন সানির স্ত্রী।একজন সেলিব্রিটি ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আরাফাত সানিকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানার পুলিশ। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
গত রোববার সাভারের আমিনবাজারের বাসা থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার পুলিশ। সেদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। তবে এক দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন আদালত। এর আগে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগ এনে সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা।
মামলার এজাহারে বলা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই নারীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত দুজনের একান্ত ব্যক্তিগত ছবি ও নারীর একক আপত্তিকর ছবি মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই নারীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর আরাফাত ওই নারীকে আপত্তিকর ছবি পাঠিয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে বলে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সানির বিরুদ্ধে যৌতুকের আরেকটি মামলা করেন ওই নারী । যৌতুক মামলায় সানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সানির বিরুদ্ধে সমন জারি করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন