সানগ্লাস লাগিয়ে সুইট সিক্সটিন খোঁজ করছেন দেব

‘তোর চোখে রং মেখে, জাগে যে আসকারা। জানি না মন কেন হয়েছে বানজারা………’ চোখে সানগ্লাস লাগিয়ে সুইট সিক্সটিনের খোঁজ করছেন দেব। সম্প্রতি মুক্তি পেল ‘কেলোর কীর্তি’র নতুন গান ‘লাভ মি’। যেখানে বিনদাস ইমেজে ধরা দিলেন টলিউডের হার্টথ্রব দেব। সেখানেই সুইট সিক্সটিনদের সঙ্গে মজেছেন দেব।
অনেকদিন পর আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন যীশু-দেব, সঙ্গে থাকছে অঙ্কুশও।
ভেঙ্কটেশ আর সুরিন্দর ফিল্মসকে সঙ্গে নিয়ে ধামাকা করতে চলেছেন পরিচালক রাজা চন্দ। তবে ছবির গান মুক্তির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন পরিচালক।
প্রথম থেকে শোনা যাচ্ছিল। কপি নয় একেবারে নতুন কিছু দর্শকদের উপহার দিতে চলেছে পরিচালক। কিন্তু এখন দেখে শুনে যা মনে হচ্ছে, হিন্দি ছবি ‘নো এন্ট্রি’র নকল ‘কেলোর কীর্তি’। তবে এসম্পর্কে এখনো মুখ খোলেননি ছবির নির্মাতারা।
তিন নায়ক ছাড়াও এছবিতে রয়েছে রুদ্রনীল মিমি, সায়ন্তিকা, নুসরাত। চিত্রনাট্য সামলাচ্ছে সলিল। পরিচালকের কথায়, “এই ছবির চরিত্র গুলি সবাই ভুল করতে থাকে। কিন্তু নিজেরা বুঝতে পারে না কোথায় তাদের ভুল। শেষে জমজমাটি ক্লাইম্যাক্সের মধ্যে দিয়ে শেষ হবে ছবির গল্প”।
এছাড়া তিনি আরো বলেন, “ছবি জুড়ে একের পর এক এমন পরিস্থিতি আসবে, যা দেখে দর্শকরা না হেসে থাকতে পারবে না”।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন