সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটভক্তদের আগ্রহটা একটু বেশিই! সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচ খেলেছে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। ওই ম্যাচে কেকেআরের একাদশে জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডারের। এতে হতাশ হয়েছেন এ দেশের ক্রিকেটপ্রেমীরা।
মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ আজ মঙ্গলবার মাঠে নামছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হায়দরাবাদের প্রতিপক্ষ বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।
তার আগে কলকাতা ও বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েব ক্রিকইনফো। সেখানে হায়দরাবাদের একাদশে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। বিদেশি কোঠায় তার সঙ্গে রয়েছেন ময়েজেস হেনরিকস, ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, নোমান ওঝা (উইকেটরক্ষক), টি সুমন, আশিষ রেড্ডি, ময়েজেস হেনরিকস, করন শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও আশিষ নেহরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, মান্দিপ সিং, শেন ওয়াটসন, কেদার যাদব (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, ইকবাল আব্দুল্লাহ, অ্যাডাম মিলনে, জুবেন্দ্রা চাহাল ও শ্রীনাথ অরবিন্দ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন