সানিকে নিয়ে প্রসূনের কটূক্তি এবং…
বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। অথচ পেছনের জীবন নিয়ে খারাপ মন্তব্য যেন পিছু ছাড়ছে না তার।অতীত পেশা নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে ইদানিং তাকে। সম্প্রতি সানির অতীত জীবন নিয়ে তির্যক মন্তব্য করেছেন গীতিকার প্রসূন যোশি। তার এই তির্যক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। অবশ্য সানি বলেছেন প্রসূনকে তিনি চেনেন না।
রং দে বাসন্তি অনুষ্ঠানে প্রসূন বলেন, সানি লিওনের আগের পেশা আমি সমর্থন করি না। চাই না যুবসমাজ এর দ্বারা অনুপ্রাণিত হোক। অন্য কারও পেশা নিয়ে এই ধরণের মন্তব্য কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এর স্বপক্ষেও যুক্তি খাড়া করিয়েছেন প্রসূন।
প্রসূনের এই অসংবেদনশীল মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সানির স্বামী ড্যানিয়েল বলেন, প্রসূন একজন অপদার্থ। উনি শুধুই প্রচার চান। আপনি কী ভাবেন তা নিয়ে কেউ তোয়াক্কা করে না।
সানি বলেন, আমি জানি না প্রসূন যোশি কে? গুগল থেকে তার সম্পর্কে জানবো এবং পরে উত্তর দেব। পরে সানি টুইট করেন এবং সেখানে তিনি বলেন, আমার সম্পর্কে যারা বাজে কথা বলে তাদের সকলের খোঁজ রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি নেতিবাচকতা নিয়ে ভাবি না।
প্রসঙ্গত, তারে জামিন পার, গজনি, ভাগ মিলখা ভাগের মতো ছবির গান লিখেছেন প্রসূন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন