মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সানির উন্নতি দেখছেন কালপাগে

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথ থেকেই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়ে দেশে ফিরেছিলেন আরাফাত সানি। এরপর থেকেই বোলিং অ্যাকশন ঠিক করতে কাজ করে যাচ্ছেন এ স্পিনার। এবং এতে তার যথেষ্ট উন্নতি হয়েছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে।

বিশ্বকাপের পর কালপাগের অধীনে দুই সেশন কাজ করেছিলেন সানি। তবে এরপর ছুটি কাটাতে শ্রীলংকা ফিরে যান কালপাগে। গতকাল শনিবার আবার ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই জানালেন, শ্রীলংকায় থাকেও নিয়মিত সানির সঙ্গে যোগাযোগ ছিল তার। এ সময় সানি তাকে ভিডিও ফুটেজ পাঠাতেন, আর তা নিয়মিত দেখতেন তিনি।

সানির বোলিং নিয়ে কালপাগে বলেন, ‘আমার সঙ্গে তার (সানি) নিয়মিত যোগাযোগ ছিল। সে আমাকে প্রতি সপ্তাহে তার বোলিংয়ের ভিডিও পাঠিয়েছে এবং তাতে চমৎকার করছে। আমি তাকে নিয়মিত নির্দেশনা দেই এবং তার ভিডিও ফুটেজ দেখি।’

নিজের বোলিং আকশনে উন্নতি করার জন্য এবারের লিগের প্রথম পাঁচ ম্যাচ খেলেননি সানি। তবে কোচের অনুমতি নিয়ে গাজী গ্রুপ ও কলাবাগান একাডেমীর বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এ দুই ম্যাচে বেশ নিয়ন্ত্রিত বোলিং করে ২টি উইকেটও পান সানি। যদিও বোলিংয়ে তার আগের সে ধার লক্ষ্য করা যায়নি।

এ প্রসঙ্গে কালপাগে বলেন, ‘একজন বোলার গত পনেরো বছর ধরে যে অ্যাকশনে বোলিং করছে, হঠাৎ করে তাকে অ্যাকশন বদলাতে হলে আগের ধার হারিয়ে ফেলবে এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় সানি নতুন অ্যাকশনে খুব ভালো করছে।’

এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলা সানির এখনও কোন টেস্ট ম্যাচ খেলেননি। তাকে বলাই হয় সীমিত ওভারের বোলার। তবে বোলিংয়ে উন্নতি করলে ভবিষ্যতে টেস্টও খেলতে পারবেন সানি। এমনটা জানিয়ে বোলিং কোচ বলেন, ‘আমি তাকে বলেছি একটি নির্দিষ্ট জায়গায় নিজেকে বেঁধে রেখো না। তোমাকে ওয়ানডে বোলার ট্যাগ মুছে ফেলতে হবে। আমার বিশ্বাস সে তা করতে পারবে এবং টেস্ট ম্যাচের জন্যও বিবেচনায় আসতে পারে, যদি সে তার বলে আরও টার্ন আনতে পারে।’

বর্তমানে বাবার অসুস্থতার চিকিৎসা করাতে দেশের বাইরে রয়েছেন আরাফাত সানি। খুব শীঘ্রই দেশে ফিরে আবার স্পিন বোলিং কোচ কালপাগের সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করবেন সানি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির