রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সানির এই ভিডিওর জন্য প্রতিবাদ চলছে; জবাবে সানি লিওন কি বললেন (ভিডিওসহ)

সম্প্রতি বিজ্ঞাপনের মাধ্যমে অনৈতিকতা ছড়াচ্ছেন এমন অভিযোগ ওঠে বলিউড সেনসেশন সানি লিওনের বিরুদ্ধে। ভারতের রিপাবলিকান পার্টির একটি নারী অঙ্গ সংগঠন এ অভিযোগ করেন। পাশাপাশি সানি যে কনডমের প্রচার করেন তার বিজ্ঞাপন অপসারণের দাবি জানান তারা।

তবে তার বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদে খুব একটা বিচলিত নন সানি লিওন। নারী সংগঠনটির প্রতিবাদ প্রসঙ্গে মাস্তিজাদে’খ্যাত এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ভারতের সবচেয়ে ভালো দিক হলো- গণতন্ত্র ও জনগণের বাকস্বাধীনতা। যদি মানুষ আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তারা তা চালিয়ে যেতে পারে। নাগরিকদের জন্য কোনটি ভালো শুধুমাত্র সরকারই সেটির সিদ্ধান্ত নেবেন।’

বর্তমানে প্রায় দশটি ব্র্যান্ডের পণ্যের প্রতিনিধি হিসেবে কাজ করছেন সানি লিওন। আর এ পণ্যগুলোর প্রত্যেকটির প্রতি তার বিশ্বাস রয়েছে বলে জানান তিনি। এ অভিনেত্রী বলেন, ‘আমি যখন কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হই, এর নৈতিক দ্বায়ভারও নিই। এটি একটি শিশুকে লালন-পালনের মতোই। একটি দম্পতি তখনই সন্তান নেয়ার কথা ভাবে যখন তারা এর লালন-পালন করার সক্ষমতা হয়।’

এর আগে রিপাবলিকান পার্টির নারী শাখার সভাপতি শীলা গাঙ্গুরে সংবাদমাধ্যমে অভিযোগ করেন, সানি কনডমের বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হয় এবং মা, বোন, স্ত্রী অথবা মেয়েকে নিয়ে একত্রে টেলিভিশন দেখতে গেলে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

গাঙ্গুরে বলেন, ‘আমরা সানির বিজ্ঞাপনে আপত্তিকর কনটেন্টের ব্যাপারে নারী দর্শক, সমাজকর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এমনকি অন্যান্য কনডম এবং গর্ভনিরোধক বিজ্ঞাপনের ব্যাপারেও একই অভিযোগ উঠেছে। এগুলো অবশ্যই বাতিল হওয়া উচিৎ।’

তিনি দাবি করেন, কনডমের বিজ্ঞাপনে সানি যেভাবে বাজে, অনৈতিক ও কুৎসিতভাবে পুরুষদের উত্তেজিত করেন তা ভারতীয় দর্শকের কাছে বদঅভ্যাস তৈরি এবং ব্যাভিচার ছড়ানো ছাড়া আর কিছু নয়। এটি তাদের নৈতিকতা, ধর্ম ও মূল্যবোধকে আঘাত করে।

এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে এক সপ্তাহ সময় বেধে দিয়েছে দলটির কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাবালে। আর যদি সরকার এতে ব্যর্থ হয় তাহলে কঠোর আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে গত বছর নিজের ব্র্যান্ডের পারফিউম বাজারে এনেছিলেন সানি লিওন। এবার ‘স্টারস্ট্রাক’ নামে কিছু কসমেটিক প্রোডাক্ট বাজারে আনবেন তিনি। অভিনয়ের দিক থেকে সানির পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান।

https://youtu.be/5fKItGSbtQM

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন