সানিয়া মির্জাই প্রেরণা, জানালেন শোয়েব মালিক
এটিপি-র মহিলা ডাবলসের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে তিনি৷ গত শনিবারই জিতেছেন চায়না ওপেনের খেতাব৷ এই নিয়ে পরপর জিতলেন চারটি টুর্নামেন্ট৷ সব মিলিয়ে এ বছরে এখনও পর্যন্ত সংখ্যাটা আট৷ সানিয়া মির্জা যে কোনও ভারতীয় মেয়েদের কাছেই অনুপ্রেরণার অন্য নাম৷ একই কথা খাটে শোয়েব মালিকের ক্ষেত্রে৷
শোয়েব ফের জানিয়েছেন, সানিয়াই তার অনুপ্রেরণার যাবতীয় উৎস৷ পাঁচ বছর পর পাকিস্তানের টেস্ট দলে জায়গা পেয়েছেন এই অল-রাউন্ডার৷ দলে নিজের জায়গা পাকা করতে মরিয়া তিনি৷ তিনি বলছেন, ‘সানিয়া এই বছর যা খেলেছে তার কোনও তুলনা হবে না৷ একের পর এক খেতাব জিতছে৷ ওর ফিটনেস নিয়ে কিছু সমস্যা আছে৷ সেটা উপেক্ষা করেই এত ভাল খেলছে৷ সানিয়ার এই সাফল্য আমাকে অনুপ্রেরণা জোগায়৷ আরও ভাল খেলার জন্য তাতায়৷’
শুধু তাতায়? চাপ বাড়ায় না? এবার শোয়েবের উত্তর, ‘হ্যাঁ, একদিক দিয়ে দেখতে গেলে কিছুটা চাপ তো বাড়েই৷ তবে ওর সাফল্য বেশিরভাগ সময়ই আমাকে আরও বেশি পরিশ্রম করার জন্য উদ্দীপ্ত করে৷’ পাক-টেস্ট দলে নিজেকে মেলে ধরার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন শোয়েব৷ বলেন, ‘জাতীয় দলের হয়ে গত কয়েক মাস টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে ভাল খেলেছি৷ পাঁচদিনের ক্রিকেটেও এই ছন্দ ধরে রাখতে হবে৷ সে লক্ষ্যেই পরিশ্রম করছি৷ পাঁচ বছর পর টেস্ট দলে ফিরছি৷ নিজের জায়গা ধরে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ৷ দলের সকলে আমার পাশে আছে৷ আশা করি ভালই খেলব৷’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন