সানি লিওনের সেই ‘অবাক’ লুকের ছবির কারণ জানালেন ভক্তরা!

বলিউডে বিতর্কিত হলেও অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। তিনি যে ছবিতেই অভিনয় করেন, তাকে ঘিরে থাকে দর্শকদের দারুণ কৌতূহল। জনপ্রিয়তার কারণে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে নাচার সুযোগ পেয়েছিলেন সানি।
এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ন তারকা সানি লিওন। ছবিতে দেখা যাচ্ছে- কিছু একটা দেখে অবাক হয়েছেন তিনি। কিন্তু এই ছবির কী ক্যাপশন দেবেন- তা নিয়ে দ্বিধায় ছিলেন। তিনি লিখেন, ‘আমি নিশ্চিত নই, আমার এই লুকটার ক্যাপশন কী দেবো।’ ঠিক সেখানেই আপনার ভূমিকা ছিল। ছবিটি দেখে ক্যাপশন সাজেস্ট করাটাই ছিল দর্শকের কাজ।
এই কদিনে ছবির ক্যাপশনে ভরে গিয়েছে সানির সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল। কেউ লিখেছেন, সালমান, আমির অথবা শাহরুখ খানের সঙ্গে কোনও ছবির প্রস্তাব পেয়েছেন। কারও মনে হয়েছে চোখের সামনে কোনও দুর্ঘটনা দেখে হতবাক হয়ে গিয়েছেন তিনি। কেউ ধারণা করেছেন, হঠাৎ বাঘ এসে পড়েছে। কারণ সানির ওই ছবিটির ব্যাকগ্রাউন্ডে জঙ্গলের আভাস পাওয়া যাচ্ছে।
এছাড়াও কোনও অনুরাগী ভেবেছেন, হয়তো সে সময় সানির সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল তার প্রাক্তন প্রেমিকের। কেউ আবার মন্তব্য করেছেন, প্রসাধনী দ্রব্যের ওপর ২৮ শতাংশ ছাড়ের খবর শুনেই নাকি সানির এই এক্সপ্রেশন!
তবে সানির এই অবাক হওয়া লুকের আসল কারণ ঠিক কী, তা জানা যায়নি। কারণ সানি লিওন নিজে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি। এদিকে সানি আরবাজ খানের সঙ্গে একটি রোমান্টিক ছবিতে অভিনয় করছেন। শিগগিরই মুক্তি পাবে ছবিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন