সানি লিওনে মুগ্ধ শাহরুখ খান

প্রথমবার একসঙ্গে দেখা যাবে রইসসিনেমার আইটেম গানে বলিউড কিং শাহরুখ খান ও সানি লিওনকে। শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেই জানিয়েছিলেন সানি লিওন। এবার অভিজ্ঞতা জানালেন বলিউড বাদশা।
শাহরুখ বলেন, ‘আমরা যা চেয়েছিলাম তার সঙ্গে পুরোটাই মানিয়ে নিতে পেরেছেন সানি। তার সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। আমরা চারদিন শুটিং করেছি এবং আমি তাকে দেখে মু্গ্ধ হয়েছি।’
এর আগে সানি লিওন বলেছিলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করার বিষয়টিকে স্বপ্ন সত্যি হওয়ার মতো। শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আপনি প্রতিদিন একটি জিনিস চান, তারপর যদি একদিন সেটি পেয়ে যান, তার সঙ্গে কাজ করার সুযোগটাও তেমনই। এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত।’
বলিউডেরকোরবানিসিনেমার ‘লায়লা ও লায়লা’ গানের রিমেকে শাহরুখের সঙ্গে নাচবেন সানি লিওন। শুধু সানি নয়, এতে প্রায় ৫০ জন জুনিয়র আর্টিস্ট ও ২০ জন ড্যান্সারকেও দেখা যাবে।রইসসিনেমায় মোট গান রয়েছে পাঁচটি। গানগুলোর কম্পোজ করেছেন রাম সম্পদ, ফাইজান হোসেন এবং অ্যাগনেল রোমান। রাহুল ডোলাকিয়া পরিচালিতরইসসিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন