সানি লিওন মুম্বাই পা রাখার পর থেকেই বিতর্ক!

মুম্বাই সিনেপাড়ায় পা রাখার পর থেকেই বিতর্ক, সমালোচনা, বিক্ষোভ এমনকি আইনি জটিলতার মুখোমুখি হয়ে চলেছেন ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি। চার বছরের ক্যারিয়ারে সাবেক এই পর্নো তারকা অবশ্য পর্দায় এসেছেন বার বার। সম্প্রতি তো বলেই বসলেন, নতুন নতুন চলচ্চিত্রের প্রস্তাবে ভাসছেন তিনি।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে সানি বলেন, “আমি চাইলে প্রতিদিনই নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারি। প্রযোজকরা চেক নিয়ে এসে বসে থাকেন, নানাভাবে অনুরোধ করেন। কিন্তু এখন আমি খুব বেছে বেছে কাজ করছি।”
“আমার সবশেষ সিনেমার (কুছ কুছ লোচা হ্যায়) ব্যর্থতা আমাকে অনেক কিছুই শিখিয়েছে। আমার অভিজ্ঞতা আমাকে বুঝতে শিখিয়েছে যে, যে কোনো সিনেমার প্রস্তাব পেলেই তাতে রাজি হয়ে যাওয়া উচিত নয়।”
সানি আরও জানান, কোনো সিনেমার চিত্রনাট্য খুব ভালো লাগলে তবেই তাতে কাজ করতে রাজি হবেন তিনি। আগের মতো যেকোনো সিনেমায় আর দেখা যাবে না তাকে।
২০১২ সালে পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পর্নগ্রাফিক চলচ্চিত্রের অভিনেত্রী সানি লিওনির। তার অভিনীত ‘রাগিনি এমএমএস টু’ এবং ‘এক পাহেলি লিলা’ সিনেমা দুটি বক্স-অফিসে ভালোই ব্যবসা করে।
আপাতত মুক্তির অপেক্ষায় আছে সানি অভিনীত সেক্স-কমেডি ‘মাস্তিজাদে’, সিনেমাটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন