সানি লুকোচ্ছেন, তবে বিয়েতে পারফর্ম করা সেলেবরা পছন্দই করেন

লাইভ পারফর্ম করবেন ‘লায়লা’। তার জন্য গুনে গুনে চার কোটি টাকা নেবেন তিনি। যদিও সানি লিওনি বলছেন, সবটাই ভুয়ো! তিনি বলছেন, এ খবর সত্যি হলে তিনিই হতেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
বলিউডে আইটেম সং একবার যদি কারও হিট হয়, তাহলে আর ধরে কে! বিয়েবাড়িতে হোক, কিংবা কারও জন্মদিন— সেলেবদের অনেকেই সেখানে বড় অঙ্কের টাকা নিয়ে নেচে আসেন। কেউ কেউ ডায়লগও বলে আসেন ছবির। সানি লিওনি বলছেন বটে, যে চার কোটির দাবি তিনি করেননি। কিন্তু সেটা বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হচ্ছে। আইটেম সং নিয়ে যদিও বলিউডের অনেক সেলেবেরই নাকউঁচু ভাবটা রয়েছে। অনেকেই বলে থাকেন, এটা পেশাদারিত্ব। নাক সিঁটকানোর কিছুই নেই। অনেকের আবার আইটেম সংয়েও অরুচি! অনেকে দিব্যি লক্ষ-কোটি নিয়ে পারফর্ম করে আসেন।
যে টাকা আমি চাই, সেটা অনেকেই দিতে পারেন না
কথাটা শাহরুখ খানের। পারফর্ম করার ব্যাপারে, মানে সোজা বাংলায় বিয়েতে নাচা নিয়ে কোনও ছুঁত্মার্গ নেই তাঁর। ‘‘বিয়েতে পারফর্ম তো আমি করেই থাকি। কিন্তু কী জানেন তো, আমাকে নিয়ে যেতে যে টাকা দরকার সেটা দেওয়া অনেকের পক্ষেই অসুবিধাজনক,’’ বলেছিলেন শাহরুখ। সোজাসাপটা! এ-ও বলে দিয়েছিলেন, ‘‘সত্তর-আশির দশকের অনেক অভিনেতাই তো পারফর্ম করতেন বিয়ে-টিয়েতে।’’
যিনি নাচছেন, আর যাঁরা নাচাচ্ছেন
এ রকম একটা মত পোষণ করেন বিবেক ওবেরয়। ‘‘যদি কোনও অভিনেতা নাচতে চান, এবং কেউ চান তিনি নাচুন, তাহলে সেটা দু’পক্ষের ব্যাপার,’’ মন্দ বলেননি বিবেক।
টু ডু লিস্ট
সোনম কপূরের তালিকা অনুয়ায়ী, তিনি এটা ইন্ডাস্ট্রিতে আসার আগেই ঠিক করে নিয়েছিলেন যে পারফর্ম করবেন না। ‘কী করবেন, কী করবেন না’র তালিকা বানিয়েছিলেন তিনি। পারফর্ম করার ব্যাপারটা যেখানে প্রথম থেকেই ‘নট টু ডু’ লিস্টে। ‘‘বিয়েতে যে নাচব না, ইন্ডাস্ট্রিতে আসার আগেই ঠিক করে নিয়েছিলাম,’’ বলেছিলেন সোনম।
অত টাকার প্রয়োজন নেই
বিয়েবাড়িতে বা কোনও অনুষ্ঠানে নাচার ব্যাপারে বেশ কড়া জন আব্রাহাম। ব্যাপারটা ঠিক তাঁর সঙ্গে যায় না আর কী! বলেই দিয়েছিলেন, ‘‘অত টাকার দরকার নেই বাবা!’’
ইন্ডাস্ট্রির লোকেদের সামনে নাচতে অসুবিধা নেই
এ রকম একটা মত! কথাটা বলেছিলেন করিনা কপূর খান। তিনি শুধুমাত্র তাঁর ‘ফ্র্যাটারনিটি’র সামনে নাচতে স্বচ্ছন্দ। বলেছিলেন, ‘‘কারও বিয়েতে নাচতে পারব না!’’
নিজের নিজের পছন্দের ব্যাপার
তিনি যে বহু বিয়েতে ‘মুন্নি বদনাম হুয়ি’তে পারফর্ম করেছেন, দৃপ্তকণ্ঠে সে কথা স্বীকার করেন। ‘‘প্রচুর হাই প্রোফাইল বিয়েতে পারফর্ম করেছি। আমি এতে দোষের কিছু দেখি না,’’ বলেছিলেন মালাইকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন