সাফল্যের ধারাবাহিকতার আশা মইন আলীর
ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস ২২০ রানে গুটিয়ে গেছে। প্রতিপক্ষের ইনিংস এত অল্প রানে আটকে দিতে পেরে স্বাভাবিক কারণেই বেশ খুশি ইংল্যান্ড শিবির। ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড দলের আধিপত্যে সন্তোষ প্রকাশ করেছেন দলটির অলরাউন্ডার মইন আলী। এই সাফল্যের ধারাবাহিকতা রাখতে চান তাঁরা।
নিজেদের মাঠে যে দলটি এক উইকেট হারিয়ে ১৭১ রান করেছে, তারা কি না বাকি ৪৯ রান তুলতেই নয় উইকেট হারিয়ে বসেছে! বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতা সফরকারী ইংল্যান্ডের জন্য কিছুটা সুবিধাই করে দিয়েছে।
এ সম্পর্কে মইন আলী বলেন, ‘চট্টগ্রামের পর ঢাকায় আরো ভালো ক্রিকেট ম্যাচ হচ্ছে এটা ভালোলাগার। যদিও দিনের শেষ মুহূর্তে আমরা তিন উইকেট হারিয়ে বসেছি। তবে বাংলাদেশ যেভাবে শুরু করেছে তাদের ২২০ রানের মধ্যে আটকে ফেলাটা আমাদের জন্য ভালো সাফল্য। অবশ্যই এটা আমাদের জন্য সন্তোষজনক দিক। এই টেস্টে ভালো কিছু করতে হলে ধারাবাহিকভাবে ভালো করতে হবে আমাদের।’
এখন ইংল্যান্ডের লক্ষ্য প্রতিপক্ষের সামনে একটা ভালো ইনিংস দাঁড় করানো। এ সম্পর্কে এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমাদের এখন প্রথম লক্ষ্য একটা ভালো ইনিংস গড়া। ৩০০ থেকে ৩৫০ রান করতে হলে আমাদের কিছু ভালো জুটি গড়তে হবে। আশা করছি ব্যাটসম্যানরা এ ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ইংল্যান্ড ৫০ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসেছে। তবে বল হাতে মইন আলী দারুণ সাফল্য পান, তিনি ৫৭ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন