সাফল্য পেতে বোলিং মেশিন কিনবেন সাকিব
আইপিএলে রান-খরায় ছিলেন সাকিব আল হাসান। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সদ্য শেষ হওয়া আইপিএলে ১০ ম্যাচে করেছেন মাত্র ১১৪ রান, সর্বোচ্চ ৬৬। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সময়টা ভালো না সাকিবের।
দেশে ফিরে সাকিব আবাহনীর জার্সিতে খেলছেন ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বল হাতে ৮ উইকেট পেলেও দুই ইনিংসে ব্যাট হাতে করেছেন ৪৮ রান।
গুরু সালাউদ্দিন জানালেন, ব্যাটিংয়ে সাফল্য পেতে ব্যক্তিগত বোলিং মেশিন কেনার পরিকল্পনা করছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাকিব ওর ক্যারিয়ারে অনেক সাফল্য পেয়েছে। আরো সাফল্য পেতে ক্ষুধার্ত সে। একটা তথ্য জানিয়ে রাখি, ব্যাটিংয়ে উন্নতির জন্য সাকিব ব্যক্তিগতভাবে বোলিং মেশিন কেনার পরিকল্পনা করছে যেন আরো ব্যাটিং অনুশীলন করতে পারে। এতেই বোঝা যায় সে সাফল্য পেতে কতটা মুখিয়ে আছে।’
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার নিঃসন্দেহে দেশের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার ৩২৪ রানের মালিক তিনি। তাই শিগগিরই রানে ফিরে আসবেন বাংলার এই টাইগার – এটাই আশা ভক্তদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন