সাবধাণ! জেলা পরিষদ নির্বাচন: কাউখালীর সকল কেন্দ্রে সিসিটিভি
জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেক ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালক বিদ্যালয় এবং জোলাগাতী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সহ জেলার ১৫টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরাসহ (সিসিটিভি)।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ভোটের দিন প্রত্যেকটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি সদস্যরা ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সও কাজ করবে বলেও তিনি জানান।
পিরোজপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুল হক বলেন, ‘মঙ্গলবার বিভিন্ন উপজেলায় নিয়োজিত প্রিসাইডিং অফিসারের মাধ্যমে সকল কেন্দ্রে নির্বাচনী ভোটার বাক্স বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে।’
জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে তিনজন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য আসনে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
জেলায় মোট ভোটারের সংখ্যা ৭শ’ ৩৫জন, তন্মধ্যে পুরুষ ৫শ’ ৬২জন এবং মহিলা ভোটার ১শ’ ৭৩ জন। এছাড়া, সাধারণ ওয়ার্ডের সংখ্যা ১৫টি, সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ৫টি, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৩০টি। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন