সাবধান! ‘আই লাভ ইউ’ বলার আগে
সময় পাল্টাচ্ছে। তার সঙ্গেই পাল্টাচ্ছেন আপনিও। পাল্টাচ্ছে আপনার ভাবনা চিন্তাগুলিও। সবকিছুকেই নতুন চোখে দেখতে পছন্দ করেন আধুনিক যুগের মানুষেরা। যেমন ধরুন প্রেম। প্রেম চির শাশ্বত, জীবনে একবারই হয়, এই ধারণায় মানুষ আজ আর আটকে নেই। এখন মানুষের প্রেম পারলে রোজ হয়। শুধু রোজ কেন? পারলে প্রতি ঘন্টায় অপর কোনও ব্যক্তির প্রেমে পরেই জীবন স্বার্থক করতে চায় সকলে। হাত ধরার আগে চুমু খেতেই বেশি পছন্দ করে এই নিউ জেনারেশনের। আর বন্ধুত্ব যদি এক মাসের বেশি গড়ায়, তবে রতিক্রিয়া যেন মাস্ট।
কিন্তু জেন ওয়াই আর যাই করুক, ‘আই লাভ ইউ’ কোনওভাবেই যেন না বলেন নিজের পার্টনারদের। এমনটাই পরামর্শ দিচ্ছেন মনবিদরা। নিশ্চয়ই শুনেই আৎকে উঠলেন? ভাবছেন, হাত ধরে ঘুরব, ডেট করব অথচ ‘আই লাভ ইউ’ বলব না, তা কী করে সম্ভব? ব্যাপারটা সম্ভব। কোনও নতুন সম্পর্ক শুরু করলে, আগে পাশের মানুষটিকে চিনে নেওয়া জরুরি। হয়ত ভাল ভাবে চিনে নেওয়ার আগেই শারীরিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আপনার এবং আপনার পার্টনারের। এমন সময় নিজের মনের ইচ্ছেগুলি নানা বাহ্যিক উত্তেজনায় চাপা পরে যায়। মনের শান্তি, ভালোলাগা এই সমস্ত বিষয়গুলি সহজে উপেক্ষা করে শেষ পর্যন্ত ভাল থাকা হয়ে ওঠে না।
তাই নতুন প্রজন্মকে এক সমীক্ষার মাধ্যমে জানান হয়েছে, অন্ততপক্ষে পাঁচ মাসের আগে প্রেমিক বা প্রেমিকাকে ‘আই লাভ ইউ’ বলা অনুচিত।
মার্কিন মুলুকে হওয়া এই সমীক্ষায় জানা গিয়েছে সম্পর্ক শুরুর আগেই অনেক সময় সম্পর্কে জড়িয়ে পরার আগেই শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায় প্রেমিক প্রেমিকারা। সেই তুলনায়, হাতে হাত রাখা, গল্প করা এই ধরনের ব্যাপারগুলো আসে অনেক পরে। তাই মন দেওয়া-নেওয়া প্রকৃত অর্থে বেশ খানিক পরেই হয়। তাই যতক্ষণ পর্যন্ত মনের মানুষের মন-এর খবর জানতে পারছেন ততক্ষণ ‘আই লাভ ইউ’-র মতন প্রেমের প্রকাশগুলিকেও মনের কোনও গোপন বাক্সে লুকিয়ে রাখুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন